ঢাবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস দেওয়ার দাবি, যা বলছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ও লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ও লোগো   © সংগৃহীত ও সম্পাদিত

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একাডেমিক কার্যক্রম আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার্থে বিভাগীয় শহরগুলোর উদ্দেশে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস জানিয়েছে, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ শিক্ষার্থীদের সুবিধার্তে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছেন। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় থাকা বাসগুলো এ ধরনের দূরপাল্লার সার্ভিস দেওয়ার জন্য উপযুক্ত নয়। এ ক্ষেত্রে বিআরটিসির বাস ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং উপাচার্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানায় তারা। 

আরও পড়ুন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে আজ

এ ব্যাপারে জানতে চাইলে ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীর পরিমাণের তুলনায় অনেক কম। এজন্য বিভাগীয় শহরগুলোতে বাস দেওয়ার ব্যাপারে বিআরটিসিতে আমরা কথা বলছি এবং বিআরটিসি থেকে বাস নিয়েও সকলের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছেনা। তাই নূন্যতম ভাড়ায় বিভাগভিত্তিক কিছু ব্যবস্থা হচ্ছে। এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আলোচনা পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্তের কথা শিগগিরিই জানানো হবে। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ম্যানেজার কামরুল হাসান বলেন, বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস অনেক কম থাকায় বিআরটিসির বাসগুলো দেয়ার কথা চিন্তা করা হচ্ছে। তবে শিক্ষার্থীর তুলনায় বাস অনেক কম। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।


সর্বশেষ সংবাদ