ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি-জবি, নিহত রাফিউলের সহপাঠীরা পরীক্ষায় বসছেন কাল

নিহত রাফিউল ইসলাম ও ঢাকার ৪ সরকারি মেডিকেলের লোগো
নিহত রাফিউল ইসলাম ও ঢাকার ৪ সরকারি মেডিকেলের লোগো  © টিডিসি সম্পাদিত

শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর সারাদেশে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শিক্ষার্থীদের ‘নিরাপত্তা নিশ্চিত ও মানসিক ট্রমা বিবেচনায়’ ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একই সাথে বন্ধ ঘোষণা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও (জবি)। তবে ভূমিকম্পের সময় ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে ঢাকার কসাইটুলিতে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফিউল ইসলামের (২২) সহপাঠীরা কাল পরীক্ষায় বসতে যাচ্ছেন।

রাফিউল ইসলাম সলিমুল্লাহ মেডিকেলের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। রবিবার (২৩ নভেম্বর) এই সেশনের প্রথম প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু সলিমুল্লাহ মেডিকেলই নয়, ঢাবি অধিভুক্ত ঢাকা মেডিকেল কলেজসহসকল মেডিকেলেই কাল শুরু হচ্ছে এই প্রফ পরীক্ষা।

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পর এ বিষয়ে জানতে ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাদের পাওয়া যায়নি। সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামীকাল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের প্রথম প্রফেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। মেডিকেল বন্ধ নিয়ে এ পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।

এদিকে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফিউলের মরদেহ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে বগুড়ায় নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।

রাফির মরদেহের সঙ্গে চিকিৎসাধীন মা নুসরাত আক্তারকেও আরেকটি অ্যাম্বুলেন্সে নেওয়া হয় বগুড়ায়। বর্তমানে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় মারাত্মক চোট পাওয়া নুসরাত বেগম এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসকেরা।


সর্বশেষ সংবাদ