নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রাবির সাবেক শিক্ষার্থী নাসিম

২৩ নভেম্বর ২০২৫, ১০:২৪ AM
অ্যাওয়ার্ড নিচ্ছেন রাবির মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও আইটি প্রতিষ্ঠান টেকফ্লিক্সের সিইও নাসিম রানা মাসুদ

অ্যাওয়ার্ড নিচ্ছেন রাবির মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও আইটি প্রতিষ্ঠান টেকফ্লিক্সের সিইও নাসিম রানা মাসুদ © সংগৃহীত

দেশের আইটি সেক্টরে অবদান রাখায় নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও আইটি প্রতিষ্ঠান টেকফ্লিক্সের সিইও নাসিম রানা মাসুদ। শনিবার (২২ নভেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

‘এশিয়ার বাণিজ্য ও পর্যটন শিল্প উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এ সম্মেলনে নেপাল, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সমাজ-অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়।

সভায় এশিয়ার বাণিজ্য ও পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন— এ বিষয়গুলো মূল আলোচ্য হিসেবে উপস্থাপিত হয়। এতে নেপাল, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়িক নেতা, গণমাধ্যম প্রতিনিধি, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

পুরস্কার পেয়ে নাসিম রানা বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গভীরভাবে কৃতজ্ঞ। আমার কাজের এ স্বীকৃতি আন্তর্জাতিক মঞ্চে পাওয়াটা নিঃসন্দেহে এক বিশাল প্রাপ্তি। তবে আমি এটিকে কেবল একটি আন্তর্জাতিক সম্মাননা হিসেবে দেখতে চাই না; আমার কাছে এটি কাজের প্রতি এবং দেশের প্রতি আমার আরও বেশি দায়িত্ববোধ বৃদ্ধির প্রতীক। আমি আমার কাজ দিয়ে দেশের জন্য আরও অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন: বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ, ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢাবি

তিনি আরও বলেন, ‘এ সম্মাননা শুধুমাত্র আমার একার অর্জন নয়। আমি বিনম্রভাবে এই পুরস্কার আমার পরিবার, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং আমার একান্ত শুভাকাঙ্ক্ষীদের— যারা আমাকে নিরন্তর অনুপ্রেরণা দিয়েছেন—তাদের সবার প্রতি উৎসর্গ করছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালি কংগ্রেসের শিক্ষা বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাইন সিং মাহার। প্রধান বক্তা ছিলেন নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাগর পান্ডে। বিশেষ অতিথি ছিলেন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তীর্থ রাজ খানিয়া, নেপাল ট্যুরিজম বোর্ডের ভাইস প্রেসিডেন্ট চন্দ্র রিজাল, কাঠমান্ডু ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বোধ রাজ অধিকারী, হোটেল থামেল পার্ক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণা ঢাকাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের নির্বাহী পরিচালক এম এইচ আরমান চৌধুরী। পরিচালনা করেন সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের পরিচালক ড. কিরণ ভট্ট, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের পরিচালক ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9