ঢাবিতে তালা লাগানোর নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা সায়েম

সাকিবুর রহমান সায়েম
সাকিবুর রহমান সায়েম  © সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। এ লকডাউন সফল করতে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত (পাঁচ দিনব্যাপী) সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছে এ দলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫টি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত শেষ রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ ৫টি অ্যাকাডেমিক স্থাপনায় তালা ঝুলানোর ঘটনা ঘটে।

জানা গেছে, এই তালা ঝোলানোর কাজে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হল ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাকিবুর রহমান সায়েম। এই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। 

এদিকে তালা কে লাগিয়েছে সে বিষয়ে তথ্য প্রকাশ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুস।

আরও পড়ুন: আইন লঙ্ঘনে ১০ লাখ টাকার জরিমানা ৫০ লাখ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

এই ছাত্রলীগ নেতা বুধবার (১২ নভেম্বর) তার এক ফেসবুক পোস্টে ঢাবিতে ছাত্রলীগের তালা লাগানোর ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখেন, ১৩ নভেম্বরের লকডাউনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের ফটক তালাবদ্ধ করা হয়েছে। ১৩ তারিখের লকডাউন, সফল হোক। ধন্যবাদ, ছাত্রনেতা সাকিবুর রহমান সায়েম। 

অন্যদিকে, সাকিবুর রহমান সায়েমও তার ফেসবুক টাইমলাইনে এ বিষয়ে স্বীকারোক্তি দেন। তিনি লেখেন, ১৩ নভেম্বরের লকডাউনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের ফটক তালাবদ্ধ করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার রাতেই এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন লেখেন, ‘১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল- চারুকলা অনুষদ, আই ই আর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।’

একই ছবি নিজ ফেসবুক টাইমলাইনে শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন, ‘দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।’

যুবলীগের এই নেতা আরও লেখেন, ‘এদেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিতে হবে। লকডাউন বিএসএল তালা লাগানো হয়েছে।’

কখন তালা লাগানো হয়েছে, সে ব্যাপারে ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের কাছে জানতে চাইলে তিনি জানান, সুবহে সাদিকের সময় তালা লাগিয়ে ফজরের নামাজ পড়ে দোয়া করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে তালাগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। আমরা আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা আরও বাড়ানোর ব্যাপারে কাজ করছি এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আর তালা লাগানোর ঘটনার তদন্তের বিষয়ে প্রক্টর মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। এ লকডাউন সফল করতে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত (পাঁচ দিনব্যাপী) সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছে এ দলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫টি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ ৫টি অ্যাকাডেমিক স্থাপনায় তালা ঝুলানোর ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!