জকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক

৩০ অক্টোবর ২০২৫, ১০:২২ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ১১:১৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপটেস্ট করে প্রার্থীতা যাচাই করবে নির্বাচন কমিশন। 
আজ বৃহস্পতিবার রাতে খসড়া আচারণবিধি বিধিমালায় এসব নির্দেশনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, ডোপটেস্ট ও বাতিল সংক্রান্ত ধারায় উল্লেখ করা হয়েছে, কমিশন প্রত্যেক প্রার্থীর মাদকাসক্তির বিষয়টি পরীক্ষা করবেন। এবং মাদকাসক্তি প্রমাণিত হলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ টেস্টে অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। 

এছাড়া কোন প্রার্থী ফৌজদারি অপরাধে শাস্তিপ্রাপ্ত হলে ভোটাধিকার ও প্রর্থীতা বাতিল হবে। খসড়া এই বিধিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কর্তৃক ফৌজদারি, আর্থিক, শিক্ষার্থী শৃঙ্খলা পরিপন্থী ও যৌন অপরাধ সংগঠিত অথবা এ জাতীয় অপরাধের শাস্তিপ্রাপ্ত হলে তিনি ভোটাধিকার হারাবেন এবং নির্বাচনের প্রার্থীতা অযোগ্য বলে বিবেচিত হবে‌। এতে বলা হয়েছে কোন প্রার্থী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শাস্তিপ্রাপ্ত হলে শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবে। তবে উক্ত শিক্ষার্থীর শাস্তি ভোগের মেয়াদ শেষ হলে এবং নিয়মিত শিক্ষার্থীর মর্যাদা ফিরে পেলে তিনি নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার ফিরে পাবেন। এবং কোনো শিক্ষার্থী যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধে শাস্তিপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অযোগ্য বলে গণ্য হবে।

আরও পড়ুন: তিন দাবিতে এবার ঢাকায় অবস্থানের সিদ্ধান্ত প্রাথমিকের সহকারী শিক্ষকদের

এ ছাড়া আচরণবিধির নির্বাচনী প্রচারণায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একজন প্রার্থীকে তার বিভাগ, হল, শিক্ষাবর্ষ, উল্লেখযোগ্য কারিকুলাম ও কো-কারিকুলাম কার্যক্রমের এবং নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতার বিবরণীর মধ্যে থাকতে হবে। এবং কোনো ক্লাস বা পরীক্ষা চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে বা পরীক্ষার হলরুমে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। নির্বাচনের আচরণ এ বিধিমালায় ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে । এবং নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত ২৫ জনের অধিক একসাথে জমায়েত হওয়া যাবে না। এবং নির্বাচনী প্রচারণায় কোন বহিরাগত ব্যক্তি থাকতে পারবেনা। বৈধ ভোটার ও প্রার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য যে কেউ বহিরাগত হিসেবে বিবেচিত হবেন। কর্মরত কোন সুস্থ কর্মকর্তা এবং কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ে উইকেন্ড বা প্রফেশনালের শিক্ষার্থীগণ নির্বাচনী প্রচারণায় কোনো রকম অংশগ্রহণ বা প্রভাব বিস্তার করতে পারবে না। 

নির্বাচন আচরণ বিধির খসড়া এই নীতিমালায় পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল সংক্রান্ত লিফলেটে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কেবলমাত্র হ্যান্ডবিল বা প্রচারপত্রে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নির্বাচনী প্রচারপত্রে তার নিজের ছবি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহার করতে পারবে না। কোনোভাবেই নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। নির্বাচনী যানবাহন সংক্রান্ত বিধিনিষেধে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় কোনো রকম যানবাহন ব্যবহার করা যাবে না। এবং কোনো প্রার্থী তার প্রচারণায় ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবে না। এবং ভোটার গণকে কোনো রকম পানীয়, খাদ্য পরিবেশন বা কোনোরূপ উপঢৌকন দিতে পারবেন না। এবং নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হরণমূলক বক্তব্য বিদ্বেষমূলক, উস্কানিমূলক বক্তব্য দিতে পারবে না। এবং নির্বাচনের প্রচারণার সময় বলা হয়েছে নির্বাচনের ২৪ ঘন্টা আগে শেষ করতে হবে। *পাহাড়ের সময়কালীন* বিভাগ মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের সময় বলা হয়েছে কোনো রকম মিছিল বা শোভাযাত্রা করা যাবে। কোনো প্রার্থী কিংবা তার পক্ষে কোনো ব্যক্তি স্পিকার বা সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবে না। তবে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে হ্যান্ডমাইক ব্যবহার করা যাবে।

দলীয় রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাবিপ্রবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন …
  • ১৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য নির্দেশিকা: কম চিনি, বেশি প্রোটিন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9