ঢাবিতে ছাত্রী হেনস্তা: প্রশাসনের নিস্ক্রিয়তায় ক্ষোভ ডাকসু ও হল সংসদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমছুন্নাহার হলের এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিস্ক্রিয়তায় ক্ষোভ জানিয়েছেন ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে প্রক্টর অফিসে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এ অভিযোগ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন,গতকাল ক্লাস শেষে কার্জন হলের পাশ দিয়ে আসার সময় এক নারী আমার দিকে থুথু নিক্ষেপ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, ‘তুই ঐখানকার মেয়ে না, পাকিস্তানি, মুখ ঢেকে রেখেছিস কেন?’ পরে আমার হাত ধরে বলেন, ‘হাত দেখাও, আগুনে পুড়েছে নাকি?’ আমি হতবাক হয়ে কিছুই বলতে পারিনি, কষ্টে হাত ছাড়িয়ে দৌড়ে হলে ফিরে আসি।
এ সময় সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, একজন হল সংসদের সদস্য যেখানে নিরাপদ নন, সেখানে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে? প্রশাসন ঘটনার পরও কোনো পদক্ষেপ নেয়নি। আমরা ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম খান বলেন, ঘটনাস্থলের পাশে লেখা রয়েছে অত্র এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতাধীন, কিন্তু বাস্তবে কোনো ক্যামেরাই কাজ করছে না। এ ধরনের অব্যবস্থাপনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার বলেন, একজন বোনকে প্রকাশ্যে হেনস্তা করার পরও তথাকথিত নারীবাদী ও সুশীল সমাজ নীরব রয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেবো এবং হিজাবসহ ব্যক্তিগত পোশাকের স্বাধীনতার পক্ষে অবস্থান নেব।