চাকসু নির্বাচন
চাকসু নির্বাচন © টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে গণনা চলছে। এদিকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শিল্পী রশিদ চৌধুরী ছাত্র হোস্টেলটির ফলাফল অনানুষ্ঠানিকভাবে জানা গেছে।
এতে চাকসু নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে রয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে রয়েছেন বামপন্থীদের একাংশের প্যানেল বৈচিত্রের ঐক্যের এক প্রার্থী।
জানা গেছে, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ভোটার ছিল ১৫৪টি, এরমধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়েছে। এসব ভোটাররা বিবিএ অনুষদের ১২১ নম্বর রুমে ভোট দিয়েছেন। ভোটের ফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।
জিএস পদে বৈচিত্র্যের ঐক্যের সুদর্শন চাকমা পেয়েছেন ২৯ ভোট, আর আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট। আর এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৮ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিনির্মাণ শিক্ষার্থী ঐক্যর পলাশ দে পেয়েছেন ১৭ ভোট।