নর্থ সাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে চবিতে তিলাওয়াতের আসর

চবিতে কোরআন তিলাওয়াতের আসর
চবিতে কোরআন তিলাওয়াতের আসর  © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াতের আসর আয়োজন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৫ টায় চবিয়ান দ্বীনি পরিবার এআয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার মো. আব্দুল্লাহ। এতে প্রধান ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন হিজবুল্লাহ মোহাম্মদ মুজাহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চবি শাখার সভাপতি মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রূমী। 

এ বিষয়ে চবিয়ান দ্বীনি পরিবারের শূরা সদস্য মো. আব্দুর রহমান বলেন, আল কোরআন আমাদের প্রাণের স্পন্দন। কোরআনের আলোয় আমরা হেদায়েতের পথ খুঁজে পাই। সেই কোরআন অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না৷ আমরা চাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচিত কোরআন অবমাননাকারীর দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।


সর্বশেষ সংবাদ