‘হাড় নেই, চাপ দেবেন না’

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ PM
হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া

হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জোবরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. মামুন মিয়া। টানা তিনদিন ছিলেন লাইফ সাপোর্টে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে কেবিনে স্থানান্তর করা হয়। 

এদিনই মামুনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তার মাথার ব্যান্ডেজে লেখা, ‘হাড় নেই, চাপ দেবেন না’। তার খুলি না থাকায় মাথার নরম অংশে কোনো চাপ না পড়ার জন্য সতর্কতার জন্য এটি লেখা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি রয়েছে মামুন।

জানা যায়, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে মামুনের মাথার পেছনে ব্রেইনের অংশে মারাত্মকভাবে আঘাত করেন স্থানীয় লোকজন। অস্ত্রোপচারে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়। তার খুলি ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলে দুই মাস পর এগুলো ফের প্রতিস্থাপন করা হবে বলে বিশেষজ্ঞ চিকিৎসককে জানিয়েছেন। তার নাকে ও মুখ থেকে রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে যায়।

মামুনের এমন অবস্থার ছবি শেয়ার করে বন্ধু, সহপাঠীসহ শিক্ষার্থীরা নানা ধরনের মন্তব্য করছেন। সহপাঠী রাসেল রানা বলেন, ‘ওর অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। কেবিনে শিফট করা হয়েছে। ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছেন। মাথার হাড় ভেঙে ভেতরে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ভেতরে রক্ত জমাট বেঁধেছিল। এ জন্য মাথার পেছনে ব্রেইনের অংশে অস্ত্রোপচার করা হয়েছে।’

আরও পড়ুন: নুর, মেঘমল্লার ও নাজমুলকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান এ ছবি শেয়ার করে লেখেন, ‘ছোট ভাই মামুনের সর্বশেষ আপডেট। কিন্তু কতিপয় মিডিয়ার কাছে মামুনের মাথার হাড়ের চেয়ে স্থানীয় সন্ত্রাসীদের ঘরের টিনের গুরুত্ব বেশি।’

হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান খান রাকিব বলেন, ‘হাড় নেই, চাপ দেবেন না- বিশ্ববিদ্যালয়ের সংস্পর্শ পেয়েও এ এলাকার মানুষগুলো কতটা বর্বর হলে এভাবে শিক্ষার্থীদের কুপিয়ে আহত করতে পারে।’ ছবিটি আরও অফনেকে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করছেন।

মামুন মোটামুটি ভালো আছে জানিয়ে পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউদ্দিন বলেন, ‘তার চেতনা ফিরে এসেছে। এখন কেবিনে তাঁর চিকিৎসা চলছে। মাথার ব্রেইনের অংশে অস্ত্রোপচার করায় আপাতত খুলি খুলে সংরক্ষণ করা হয়েছে। এ অবস্থায় তার মাথায় হাড় নেই। এক-দুই মাস পর অথবা অবস্থা অনুযায়ী ফের প্রতিস্থাপন করা হবে।’

আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি!
  • ১৪ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত ১৩ নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১৪ জানুয়ারি ২০২৬
জেফারের সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করে যা লিখলেন রাফসান
  • ১৪ জানুয়ারি ২০২৬
টেকনাফে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
সমঝোতা হচ্ছে না ১১ দলীয় জোটে, ৪ কারণে বিপাকে জামায়াত
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9