ডাকসুতে স্বতন্ত্র এজিএস প্রার্থীর ঘোষণা বাগছাসের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা (বাগছাস)। বিগত কয়েকদিন থেকে পদত্যাগ কিংবা অন্য প্যানেলে প্রার্থী হওয়ার পর এবার দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী ডাকসু নির্বাচনে স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে প্যানেলের বাইরে বাগছাসের দু’জন নেতা এজিএস পদে স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন।
আজ বুধবার মধুর ক্যান্টিনে নিজের স্ত্রী নাফিসা ইসলাম সাকাফিকে সঙ্গে নিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। সাকাফি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিজমে পরিচিত মুখ। এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সমস্যা নিয়ে তেমন কথা বলে না। তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য ডাকসু প্রার্থী হয়েছি।
তাহমিদ বাগছাসের প্যানেলে এজিএস প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বর্তমানে এমফিলে অধ্যয়নরত। ইতোমধ্যে তিনটি পৃথক প্যানেল থেকে প্রার্থী হয়েছেন সংগঠনের নেতারা। কয়েকজন পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
‘স্বতন্ত্র ঐক্যজোট’ নামে প্যানেল দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। অভ্যুত্থানের নেতা ও এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ‘স্বাধীন বাংলা ছাত্র সংসদ’ নামে আরেক প্যানেল থেকে জিএস প্রার্থী হয়েছেন। এনসিপি নিবৃত্ত করতে না পেরে, দল থেকে তাঁকে বহিষ্কার করেছে।
বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সানজানা আফিফা অদিতি এজিএস পদে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘একাই নির্বাচন করব।’
বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। একই পদে ফরম তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব আবু সাঈদ।
বাগছাসের যুগ্ম আহ্বায়ক থেকে পদত্যাগ করে মুক্তসেন মোক্তার স্বতন্ত্র ভিপি পদে প্রার্থী হচ্ছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে। যুগ্ম সদস্যসচিব আজিজুল হক পদত্যাগ করে মাস্টারদা সূর্যসেন হল সংসদে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দু’জনই বলেছেন, লেজুড়বৃত্তি করছে বাগছাস। ভাই-বেরাদরের ‘কোরাম’ করেছে।
বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সাব্বির উদ্দিন রিওন পদত্যাগ করে সদ্য এনসিপি থেকে বহিষ্কৃত মাহিন সরকারের প্যানেল এবং যুগ্ম সদস্যসচিব সরদার নাদিম মাহমুদ শুভ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এদিকে বিকেল চারটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণার কথা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।