রাবিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে পরিচয় লেখক সম্মেলন
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে লেখক সম্মেলনের আয়োজন করে পরিচয় সংস্কৃতি সংসদ। শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকিব।
‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের সাংস্কৃতিক বন্দোবস্ত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক ও অনুবাদক ড. নাজিব ওয়াদুদ। সেমিনারে কি-নোট উপস্থাপন করেন ড. ফজলুল হক তুহিন। পরিচয়ের সাধারণ সম্পাদক ড. সায়ীদ ওয়াকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে পরিচয়ের মুখপত্র ‘সিঁড়ি' পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় আয়োজনের বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি বিপ্লবে শিকড়ের সংস্কৃতির কথা উচ্চারিত হয়। তাইতো চব্বিশের জুলাই বিপ্লবে সবচেয়ে প্রাসঙ্গিক ছিলেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের মাটি ও মানুষের বোধবিশ্বাসই মূলত আমাদের সংস্কৃতির মঞ্জিল। বাইরের আরোপিত সংস্কৃতি কখনো আমাদের হতে পারে না।’
পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, ‘জুলাই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় একটি জাতির প্রকৃত শক্তি তার শিকড়ের সংস্কৃতিতে। এই মাটি ও মানুষের বোধ, বিশ্বাস আর স্বপ্নই নতুন বাংলাদেশের ভিত্তি। বাইরের সংস্কৃতি ধার করে নয়, নিজেদের ঐতিহ্যের ওপর দাঁড়িয়েই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পরিচয় সংস্কৃতি সংসদের এ সম্মেলন সেই পথের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ এখানে সারাদেশের কবি-সাহিত্যিকদের কণ্ঠে যে লাল জুলাইয়ের গান ধ্বনিত হচ্ছে, তা আমাদের আশা, সাহস ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে।’
উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে সারা দেশ থেকে দুই শতাধিক কবি অংশগ্রহণ করেন। কবিদের কণ্ঠে তিনটি অধিবেশনে পঠিত হয় লাল জুলাইয়ের কবিতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, রাবি কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।