‘মার্চ ফর জাস্টিস-এগেইন’ শীর্ষক সমাবেশ আয়োজন ফ্রন্টিয়ার ফোর্সের © টিডিসি
জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি নিয়ে ‘মার্চ ফর জাস্টিস-এগেইন’ শীর্ষক সমাবেশ করেছে জুলাই ফ্রন্টিয়ার ফোর্স। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে সমাবেশটি শুরু হলেও বৃষ্টির কারণে এটি টিএসসি মিলনায়তনে স্থানান্তর করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ৩১ জুলাই সংঘটিত ‘মার্চ ফর জাস্টিস’ গণজাগরণ সৃষ্টি করেছিল। এক বছর পরেও অনেক কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় জনগণের পক্ষ থেকে নতুন করে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কথিত সংস্কারের ঘোষণার পরও রাষ্ট্রীয় দমন-পীড়ন অব্যাহত রয়েছে। তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিপীড়ন, এবং গুম-খুনের সংস্কৃতি বন্ধ না হলে কাঙ্ক্ষিত ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
তারা বলেন, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, দরকার কাঠামোগত রূপান্তর—যেখানে সাধারণ জনগণের অধিকার ও সম্মান নিশ্চিত হবে। তারা দাবি করেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে প্রয়োজন জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্বের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘মার্চ ফর জাস্টিস-এগেইন’ কোনো একক দলের কর্মসূচি নয়, এটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এই আন্দোলনের লক্ষ্য—‘মানবিক মর্যাদা’, ‘সাম্য’ এবং ‘সামাজিক সুবিচার’ প্রতিষ্ঠা করা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বাঙালির উপদেষ্টা কাজী তানসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, অ্যাক্টিভিস্ট মাহাতাব উদ্দিন আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, জুলাই ফোর্সের মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার, ইডেন কলেজের সংগঠক নিপা আক্তার, জুলাই সংগঠক আনোয়ার সজল, মো. ইব্রাহিম পাটোয়ারী, মো. মাহমুদুল হাসান প্রমুখ।