ইউজিসি প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে যাচ্ছেন রাবি উপ-উপাচার্য

রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান
রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান  © সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে ৬ দিনের চীন সফরে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে শনিবার (৫ জুলাই) বিকেলে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন তিনি।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

সফরকালে প্রতিনিধিদলটি উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় ও সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শিক্ষা ও গবেষণাক্ষত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এসময় তারা ইউনান, হুবেই ও গুয়াংডং এই তিনটি প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ, জাদুঘর ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।

 

 


সর্বশেষ সংবাদ