ঢাকা বিশ্ববিদ্যালয়

আগে ছাত্রলীগের কর্মসূচিতে থাকতেন, এখন ছাত্রদলের

পুতুল ও জাকিয়া। ৫ আগস্টের আগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্যতা
পুতুল ও জাকিয়া। ৫ আগস্টের আগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্যতা  © টিডিসি সম্পাদিত

গত ৫ আগস্টের আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছেন এবং সংগঠনটির নেতাদের সঙ্গে সখ্যতা ছিল এমন অনেকেই পদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলে। এ নিয়ে সংগঠনটির একাধিক নেতাকে অব্যাহতিও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এক নেতাকেও অব্যাহতি দিয়েছে ছাত্রদল।

তবে অভিযোগ উঠছে, ৫ আগস্টের আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তরা ছিল এমন বড় একটি অংশ এখনও শাখা ছাত্রদলে রয়েছে। এ নিয়ে সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ দিন দিন বাড়ছে। আবার অনেককে ফেসবুকে লেখালেখি করতেও দেখা গেছে। তাছাড়া আগামীতে ছাত্রদলে পদ পেতে এক সময় ছাত্রলীগের কর্মসূচিতে সক্রিয় অংশ নেওয়ারা এখন অংশ নিচ্ছেন ছাত্রদলের কর্মসূচিতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এদিকে, শাখা ছাত্রদলের বহিষ্কৃত ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় সস্প্রতি বহিষ্কার হয়েছেন সংগঠনটির আরেক নেতা মোজাম্মেল হোসেন অন্তু। তিনি ঢাবি ছাত্রদলের সহ-মানবাধিকার সম্পাদক ছিলেন।

গত ৫ আগস্টের পর ছাত্রদলের কর্মসূচিতে পুতুল

জানা গেছে, গত বছরের ১৪ নভেম্বর ২৪২ সদস্যবিশিষ্ট ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল বিএনপি। এ কমিটিতে জায়গা পেয়েছিলেন ছাত্রলীগের একাধিক কর্মী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপকারী এক নারী শিক্ষার্থীও। কমিটি ঘোষণার পরপরই এসব অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে ১৭ নভেম্বর দলটির ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

যদিও সেই পূর্ণাঙ্গ কমিটিতে ৪০-এর অধিক ‘অনুপ্রবেশ-বিতর্কিত’ নেতার স্থান হয়েছিল বলে জানায় শাখা ছাত্রদলের একাধিক সূত্র। তাছাড়া আগামীতে পদ পেতে ছাত্রদলের কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন একসময় ছাত্রলীগের কর্মসূচিতে সক্রিয় থাকা দুইজন। তারা হলেন জান্নাতুল ফেরদৌস পুতুল ও জাকিয়া আলো। এরমধ্যে পুতুল ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কালচারাল টিমের সদস্য ছিলেন। ২০২২-২৩ সেশনের নাট্যকলা বিভাগের এই ছাত্রী এই প্রথম বর্ষের এই ছাত্রী জড়িত ছিলেন ছাত্রলীগের সাথে। কুয়েত-মৈত্রী হলে এটাচড হওয়া সত্ত্বেও তিনি অবৈধভাবে রোকেয়া হলে থাকতেন। ছাত্রলীগের আলোচিত নেত্রী আতিকা বিনতে হোসাইনের রাজনৈতিক বরাদ্দ নেওয়া একটি রুমের দায়িত্বে ছিলেন পুতুল। অংশগ্রহণ করতেন নিয়মিত প্রোগ্রামে।

বর্তমানে ছাত্রদলের কর্মসূচিতে জাকিয়া আলো

কিন্তু ৫ আগস্টের পর পুতুল ছাত্রদলে যোগ দেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে নিয়মিত ছাত্রদলের আড্ডায় দেখা যায় তাকে। আসেন প্রোগ্রামেও। নিশ্চিত করেছে ছাত্রদলের একাধিক সূত্র। এ বিষয়ে পুতুলের মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে জাকিয়া আলো উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তিনি সুফিয়া কামাল হলে এটাচড হওয়া সত্ত্বেও থাকতেন রোকেয়া হলে। ছাত্রলীগ নেত্রী সাজিয়া রহমান সিলভীর কাছের ছোটবোন হিসেবে ছাত্রলীগে পরিচিত ছিলেন তিনি। আলো বর্তমানে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। তাকে শুরুতে হল কর্তৃপক্ষ বরাদ্দ না দিলেও ছাত্রদলের কোন এক প্রভাবশালী মহল কর্তৃক লবিংয়ে সিট পেয়েছেন তিনি, নিশ্চিত করেছেন ছাত্রদলের একাধিক সূত্র।

৫ আগস্টের আগে ছাত্রলীগ নেতা সৈকতের সঙ্গে পুতুল

তবে জাকিয়া আলো দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ আগস্টের আগে আমি ছাত্রলীগ করতাম না। তবে হলে পলিটিক্যালি ছিলাম। আমার পরিবারের বাবা-ভাই সবাই বিএনপির রাজনীতি করে। আমিও ছাত্রদলের রাজনীতির সাথেই জড়িত।

৫ আগস্টের আগে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুলের সঙ্গে জাকিয়া আলো

তাছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাবেয়া খানম জেরিন বর্তমানে শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী। তবে ৫ আগস্টের আগে জেরিন থাকতেন সুফিয়া কামাল হলে। ছাত্রলীগ নেত্রী পূজা দাসের সাথে নিয়মিত রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের গ্রুপে রাজনীতিতে জড়িত তিনি। আসেন নিয়মিত প্রোগ্রামেও। ছাত্রদলের একাধিক সূত্র সেটি নিশ্চিত করেছে। 

আগে ছাত্রলীগের কর্মসূচিতে, এখন ছাত্রদলের কর্মসূচিতে রাবেয়া খানম জেরিন

তবে ছাত্রলীগকে পুনর্বাসন করছে না বলে দাবি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের। তিনি সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদল কোনোভাবেই ছাত্রলীগকে পুনর্বাসন করছে না। আমাদের সংগঠনের কাঠামোতে যদি কেউ ছাত্রলীগের সাবেক কর্মী হয়ে প্রবেশ করে থাকে, আমরা সেসব বিষয় গুরুত্বসহকারে খতিয়ে দেখি এবং প্রয়োজনে তাদের বাদ দিয়ে দিই। যাদের সম্পৃক্ততা ছিল, তাদের জবাবদিহিতার আওতায় আনার চেষ্টাও করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence