ডুয়ামের ভর্তি বৃত্তি পেলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৪০ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মালেশিয়া (ডুয়াম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ভর্তি বৃত্তি প্রদান করেছে। শুক্রবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু, ইনকিলাব মন্ঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, ম্যারিনো ফ্যাশন ট্রেড লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল কাহহার, ফ্যামিলি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আ.আহাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল বাসির, সৈয়দ আহমেদ সরকার, ফয়জুল হক (বিএসইউএমের প্রাক্তন সভাপতি), রবিউল ইসলাম (বিএসইউএমের প্রাক্তন সভাপতি), শামসুজ্জামান নাঈম (চেয়ারম্যান, বিডি ফ্লাই) প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠ্যক্রমগুলিতে নিজেদের জড়িত করতে উদ্বুদ্ধ করেন। পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের দিকে তাগিদ দেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ডুয়ামের (বাংলাদেশ) সেক্রেটারি মো.শামছুল হক এবং সভাপতিত্ব করেন সুরাইয়া নাহার।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডুয়ামের এ ভর্তি সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার জায়গা থেকে ডুয়ামের কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা এগিয়ে এলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব।’
ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডুয়াম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিবছর সারাদেশে প্রতিবছর শিক্ষার্থীদের ভর্তি সহায়তাসহ সমাজসেবামূলক কাজ করে থাকে।