ঢাবির জহুরুল হক হল

ব্যাচের কর্মসূচির কথা বলে শিক্ষার্থীদেরকে দলীয় কর্মসূচিতে নেওয়ার অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

০১ জুলাই ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ঢাবি ছাত্রদল কর্মী মো. নাজমুস সাকিব খান

ঢাবি ছাত্রদল কর্মী মো. নাজমুস সাকিব খান © সংগৃহীত

রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচির কথা বলে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে হলটির এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। গতকাল সোমবার (৩০ জুন) এ ঘটনা ঘটে। অভিযুক্ত এ ছাত্রদলকর্মী হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. নাজমুস সাকিব খান।

ব্যাচের বৃক্ষরোপন কর্মসূচির কথা বলার পর নাজমুস সাকিবের ডাকে সাড়া দেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৩-২৪ সেশনের পক্ষ থেকে জহুরুল হক হলে বৃক্ষরোপণ করা হবে এ কথা বলে তাদেরকে ডেকে নেওয়া হলেও  পরবর্তীতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেদের ছবি দেখে তারা জানতে পারেন এটা একটা দলীয় কর্মসূচি ছিল।

এদিকে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-Bangladesh Jatiyotabadi Chatrodol’ নামক পেইজে দেখা যায়, জহুরুল হক হলের এ কর্মসূচির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনার অংশ হিসেবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ।

অন্যদিকে, নাজমুস সাকিব খান নিজেও তার ফেসবুকে এ কর্মসূচির ছবি পোস্ট করে লেখেন, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনার অংশ হিসেবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলাম।

আরও পড়ুন: জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী নাজমুল সাকিব খান তাদের ব্যাচের পক্ষ থেকে বৃক্ষরোপণ কথা বলে। ব্যাচের বন্ধু হিসেবে তার এই কাজকে সাধুবাদ জানিয়ে আমরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করি। পরবর্তীতে দেখা যায়, সেই ছবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড পেইজ থেকে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে প্রচার করা হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশে করা হয়েছে সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না।

তিনি আরো বলেন, নাজমুল সাকিব বার বার বলেছিল এটি তাদের ব্যাচের কার্যক্রম। এমনকি নাজমুল সাকিব তার ফেসবুক আইডি থেকে ‘শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে বৃক্ষরোপণে ২৩-২৪ সেশন’ লিখে পোস্ট করে। যেটাকে আমরা ব্যাচের কার্যক্রম বলেই ধরে নিয়েছি। কিন্তু পরবর্তীতে সে আবারো আরেক আইডি দিয়ে সেটিকে জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনায় করা হয়েছে বলে প্রচার করে‌। এতে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা অন্যান্য শিক্ষার্থীদের কাছে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

অভিযোগের বিষয়ে ছাত্রদল কর্মী নাজমুস সাকিব বলেন, আমি ছাত্রদল করি এটা হলের সবাই জানে। তাছাড়া এই কর্মসূচি ছাত্রদলের পক্ষ থেকে সেটাও আমি বলেছি। যারা এখানে উপস্থিত ছিল তাদের অধিকাংশই আমার রুমমেট। তাই এটা ছাত্রদলের অর্থায়নে হচ্ছে সেটাও তাদের জানার কথা। তবে এখানে ইনফর্মেশন গ্যাপের কারণে এমন ভুল বুঝাবুঝি হতে পারে।

এ ব্যাপারে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ব্যস্ততার কারণ জানিয়ে এ বিষয়ে পরে কথা বলতে চান।

বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার
  • ২১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের গড় বেতন কত শতাংশ বৃদ্ধির সুপারিশ করবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী কমিটির দায়িত্বে থাকা ১ কর্মীর মরদেহ কুমার…
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল হেলপারের
  • ২১ জানুয়ারি ২০২৬
‘প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থ কমিটিতে সাত কল…
  • ২১ জানুয়ারি ২০২৬
অন্যায়ের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতেও রাজি: ফিরোজ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9