ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো ও শিবির লোগো © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘ইবনে রুশদ মেধাবৃত্তি - ২০২৫’ নামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৫ জন ভর্তিচ্ছু নবীন মেধাবীদের শিক্ষাবৃত্তির আয়োজন করে। বৃহস্পতিবার (২৬ জুন) এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
এই মেধাবৃত্তির আওতায় মোট ২৫ জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ৭ জন ছাত্রী ও ১৮ জন ছাত্র। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে ১৩ জন শিক্ষার্থীর হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়েছে।
ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘নবীন শিক্ষার্থীদের নিয়ে আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভর্তি সহায়তা প্রদান। তারা যেন তাদের উচ্চশিক্ষার যাত্রার শুরুতে কোনো বাধার সম্মুখীন না হন—এই লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।’
সংগঠনের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, ‘আমরা চাই, মেধাবী কেউ যাতে কেবলমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি বাধার সম্মুখীন না হয়। এই আয়োজন সেই সংকল্প থেকেই।’