রাবির কলা অনুষদের কনফারেন্সে যোগ দেবেন ১৩ দেশের চার শতাধিক গবেষক-স্কলার

২৪ জুন ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৭:৩১ AM
সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন

সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন © টিডিসি

শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে আগামী ২৫ ও ২৬ জুনে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদ। এতে ১৩টি দেশের চার শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসন উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষদটির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

এ বছর তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের মূল থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘টিচিং-লার্নিং স্ট্রাটেজিস ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ফর দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একবিংশ শতাব্দির কৃষ্টিকালচার, জ্ঞানচর্চা, সাহিত্য ও শিল্পকলার সঙ্গে সামঞ্জস্য রেখে এ কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসন অংশগ্রহণ করবেন। এতে ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। আগত বক্তারা এখানে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও সংস্কৃত ভাষায় বক্তব্য পেশ করবেন।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান ২৫ জুন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথির বক্তব্য দেবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।

আরও পড়ুন: লবণ ছাড়াই পশুর চামড়া সংরক্ষণে রাবি অধ্যাপকের সাফল্য

কনফারেন্সের মূল থিম উপস্থাপন করবেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপক ইমেরিটাস ড. রোজনানী হাশিম ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ।

প্রথম দিনের কী-নোট সেশনে সভাপতিত্ব করবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এ অধিবেশনে ৩টি কী-নোট পেপার উপস্থাপিত হবে। কী-নোট স্পীকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, ফ্যাকাল্টি অব ইন্টারন্যাশনাল লিবারেল আর্টস'র ইংলিশ ফর একাডেমিক পারপাস প্রোগ্রামের অধ্যাপক ড. প্যাট্রিক ডগহার্টি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপক ইমেরিটাস ড. রোজনানী হাশিম এবং ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার স্কুল অব হিউমানিটিজ-এর ডিন অধ্যাপক ড. জাসনি বিন সুলং।

প্রথম দিন দুপুর পৌনে ১২টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত প্লেনারি সেশনে সভাপতিত্ব করবেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপক ইমেরিটাস ড. রোজনানী হাশিম। এ অধিবেশনে ৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ্ বিভাগের অধ্যাপক ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ, নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. গোপাল প্রসাদ পান্ডে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশন, ডিপার্টমেন্ট অব সোশ্যাল ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপের অধ্যাপক ড. নাজাতুল আকমার বিনতি মোক্তার।

আরও পড়ুন: জবির ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন

২৫ জুন বেলা তিনটা থেকে ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত চলবে একাডেমিক সেশন। সর্বমোট ৩৬টি সেশনে মোট ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে। 

২৬ জুন বিকাল ৫টায় সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, সমাপনী বক্তব্য দেবেন মালয়েশিয়ার পেনাং স্টেটের ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার স্কুল অব হিউম্যানিটিজের ডিন অধ্যাপক ড. জাসনি বিন সুলং।

কনফারেন্সে গেস্টস অব অনার হিসেবে থাকবেন ভারতের নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পার্সিয়ান ও মধ্য এশিয়ান স্টাডিজ সেন্টার, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আখতার হুসেন, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. গোপাল প্রসাদ পান্ডে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ্ বিভাগের অধ্যাপক ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ, রাবি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং অধ্যাপক ড. ইসমাঈল সাদেকি।

আরও পড়ুন: মব জাস্টিসের চেয়ে বড় ইনজাস্টিস আর হতে পারে না:  ড. রুশাদ ফরিদী

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘আন্তর্জাতিক এ কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধগুলো শিক্ষা-সংস্কৃতি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পঠন-পাঠন পদ্ধতি ও গবেষণার ক্ষেত্রে এক নবদিগন্তের উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর প্রথম এবং ২০২২ সালের ১৩ ও ১৪ নভেম্বর দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রদানকৃত লেকচারগুলো পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশ করা হয়। 

ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
  • ২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড নিয়ে আর ‘পিছু হটার সুযোগ’ নেই: ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় যুবলীগ-খেলাফত আন্দোলনের ১২ নেতাকর্মী বিএনপিতে য…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির গলার কাঁটা ৯২ বিদ্রোহী প্রার্থী, জামায়াতের ১
  • ২১ জানুয়ারি ২০২৬
নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্…
  • ২১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9