ঈদের ছুটি শেষে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM

ঈদুল আজহা উপলক্ষে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার (১২ জুন)। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ রবিবার (১৫ জুন) খুলবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এদিন রাজধানী ঢাকার অধিকাংশ কিন্ডার গার্ডেন স্কুলও খুলছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল গত ৩ জুন, যা চলে গত বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। সেজন্য ১৩ জুন (শুক্রবার) থেকেই পুনরায় কলেজ খোলার কথা ছিল।
ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের দিন পড়ায় ছুটির আওতা আরও দুদিন বেড়েছে। ফলে আজ রবিবার থেকে সরকারি-বেসরকারি কলেজ পুরোদমে চালু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ও খুলছে আজ থেকে।
এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। গত ১ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হয় আর অফিস ছুটি শুরু হয় ৪ জুন থেকে। এদিন থেকে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও।
আরও পড়ুন: যে কারণে ঝুলে আছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও দেরিতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এখন চলবে গরমের ছুটি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২৪ জুন। মাধ্যমিক বিদ্যালয় খুলবে ২২ জুন, মাদ্রাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে। তবে ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ পড়লে সেক্ষেত্রে আরও দুদিন পর প্রতিষ্ঠানগুলোতে ক্লাসসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।