চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির নেতৃত্বে লামিয়া-মনিরুল
- চবি প্রদায়ক
- প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৭:৫৭ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। প্রতিষ্ঠার পর থেকে বিভাগটি দেশে ও বিদেশে খ্যাতিসম্পন্ন অনেক আইনবিদ, গবেষক ও বিচারক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। দীর্ঘ ৩২ বছরের ঐতিহ্যবাহী এই বিভাগের ইতিহাসে এবার প্রথমবারের মতো গঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি (সিউএমসিএস)—যা সম্পূর্ণ শিক্ষার্থী পরিচালিত একটি সংগঠন এবং এটি আইন বিভাগের প্রত্যক্ষ সহায়তায় গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮মে) আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি-এর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হন স্নাতকোত্তরের শিক্ষার্থী লামিয়া তাজ নূর ও জেনারেল সেক্রেটারি এম. মনিরুল ইসলাম এবং অর্গানাইজিং সেক্রেটারি নিশাত তাসনিম নির্বাচিত হোন।
এছাড়াও সোসাইটির কার্যক্রম পরিচালনার সুবিধার্থে গঠিত হয়েছে চারটি পৃথক সাব-কমিটি। “সাব-কমিটি অন রিসার্চ”-এ দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী—নূরেন শেহনিন, সৈয়দা সাদিয়া যাহারা ও ঐন্দ্রিলা বড়ুয়া। “সাব-কমিটি অন পাবলিকেশন”-এ রয়েছেন ইতমিনান মনির বাসিলিস, এম. ডি. আসিফ রহমান রিয়াদ ও জান্নাতুল ফেরদৌস। “সাব-কমিটি অন কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট”-এর দায়িত্বে থাকবেন সানজিদা আক্তার ডোলা, ফজলে রাব্বি তৌহিদ ও কে. এম. মশিউর রহমান। এছাড়া “সাব-কমিটি অন ফাইন্যান্স”-এর দায়িত্বে রয়েছেন ফুয়াদ হাসান গালিব, আরমানুল হাসান মাসুম ও অন্তরা চাকমা।
সাব-কমিটি অন কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া রাব্বি তৌহিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি শুধু একটি সংগঠন নয়—এটি আইন শিক্ষার একটি কার্যকর মঞ্চ, যেখানে ভবিষ্যৎ আইনজীবীরা বাস্তবসম্মত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারবে। এই সোসাইটি একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ, যা বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষাকে আরও গুণগত, প্রয়োগযোগ্য এবং প্রতিযোগিতামূলক করে তুলবে। সর্বোপরি সিউএমসিএস- এর মাধ্যমে আইন শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবে, যা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে সহায়ক হবে।