জাবিতে গাছ কেটে ভবন নির্মাণের আয়োজন, শিক্ষার্থীদের বাধা

জাবিতে গাছ কেটে ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ শিক্ষার্থীদের
জাবিতে গাছ কেটে ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের বিপরীত পাশে গাছ কেটে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ভবন নির্মাণকাজে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। এ উদ্যোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’র ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনে কাটার জন্য চিহ্নিত গাছগুলোর চিহ্ন তুলে ফেলেন। একইসঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয়ের লেক সংস্কারের দাবিও জানিয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ জেনিচ বলেন, ‘পরিবেশ বিজ্ঞান সামনে যে গাছগুলো কেটে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে যে রেডমার্ক ছিল, আমরা তা তুলে নিয়ে এসেছি। আমরা বর্তমান প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, গাছ কেটে কোনও ভবন নির্মাণ আমরা হতে দেব না। মাস্টারপ্ল্যানের নামে যে পায়তারা বর্তমান ও পূর্ববতী প্রশাসন চালাচ্ছে, আমরা তা কখনোই বাস্তবায়ন হতে দেব না।’

আরো পড়ুন: ঢাবি ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ণ, শীর্ষ নেতৃত্বে কোনো নিয়মিত শিক্ষার্থী নেই

তিনি আরও বলেন, জাবিতে লেক ভরাট করে গাছ কাটা হয়েছে। যেসব লেকে ঘাস চাষ করা হয়েছে, সেগুলো খনন করে জলপ্রবাহের ব্যবস্থা করতে হবে। এছাড়া আগে যে লেক কমিটি গঠন করা হয়েছিল, সেটা পুনরায় গঠন করতে হবে। পরিবেশ সংরক্ষণ কমিটি গঠনের মাধ্যমে লেকসহ পুরো ক্যাম্পাসের প্রাণবৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence