রাবি শিক্ষক ড. সুজন সেনের নৈতিক স্খলনের প্রমাণ, ইনকোয়ারি কমিটি গঠন

সহযোগী অধ্যাপক ড. সুজন সেন
সহযোগী অধ্যাপক ড. সুজন সেন  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের আচরণ নৈতিক স্খলন হিসেবে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে গঠিত তদন্ত কমিটির সুপারিশে এ কথা উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ৫৫(৩) ধারায় ড. সুজন সেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হচ্ছেন সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২ ও ড. সুজন সেন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি। গত ৯ মার্চ অনুষ্ঠিত রাবি সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence