ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে ডিবেটিং ক্লাবের উদ্যোগে চার দিনব্যাপী ‘ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬’ শুরু হয়েছে।
‘যূথবদ্ধ সংকল্পে গড়া নীরোগ পৃথিবীতে স্বাগত, এবার আঁধার সমাপনে আলোর উৎসবে এসো বন্ধু আবার’—এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (৭ ডিসেম্বর) আয়োজিত এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
ফজলুল হক হল সংসদের সাধারণ সম্পাদক মো ইমামুল ইসলাম জানায়, চার দিনব্যাপী এ বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আজ প্রথম দিনে স্কুল পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল কলেজ পর্যায়ের বিতর্ক এবং ৯ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিন ১১ জানুয়ারি শনিবার ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও সমালোচনামূলক চিন্তার বিকাশে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই এই জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. ইলিয়াস আল মামুন, হল ডিবেটিং ক্লাবের মডারেটর শাহিন পারভেজ, ফজলুল হক মুসলিম হল সংসদের কোষাধ্যক্ষ ড. আল আমিন শিকদার, আবাসিক শিক্ষক ড. শেখ জহির রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাবের সভাপতি আলামিন বিজয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমামুল হাসান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি ক্যাম্পাস।