জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শীতবস্ত্র বিতরণ করেন জুডসার কার্যকরী কমিটির সদস্যরা © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুডসা) উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২২০ জনকে কম্বল বিতরণ করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্রপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এলাকায় বসবাসরত মানুষ, ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন দোকানে কর্মরত ব্যক্তি এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অন্তর্ভুক্ত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুডসার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ও অ্যামেজিং ফ্যাশন লিমিটেডের গ্রুপ ডিরেক্টর মমিনুল হক (জুয়েল) এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. জহিরুল ইসলাম। এ ছাড়া কার্যকরী কমিটির অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুডসার প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহকারী পরিচালক (জনসংযোগ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত থেকে অংশগ্রহণ করেন পরিসংখ্যান ও তথ্য উপাত্ত বিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান, প্রভাষক সাবিনা ইয়াসমিন শিলা, ইমরান হোসেন, মোছা. নিলুফার ইয়াসমিন প্রমুখ। এ ছাড়া পরিসংখ্যান সংসদের কার্যকরী সদস্য ও বিভাগের বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে জুডসা প্রতিবছর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (জুডসা)।