পিএসসি-ইউজিসিতে শিক্ষক নিয়োগে বৈষম্যের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) থেকে পিএসসি এবং ইউজিসিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নিয়োগ না দেওয়ার প্রতিবাদে এবং রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির শপের সামনে সংবাদ সম্মেলন করেন রাবির সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের পরও রয়ে গেছে বৈষম্য। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকার উৎখাতের পর জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্রকাঠামোর বাস্তবায়ন। তবে দুঃখজনকভাবে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাজন রয়ে গেছে, যা সামগ্রিক অগ্রগতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

এছাড়াও ঢাকাকেন্দ্রিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা বলেন, নতুন সরকারের উপদেষ্টা পরিষদ ও সংস্কার কমিশন গঠিত হলেও, পিএসসি ও ইউজিসিতে নিয়োগ প্রক্রিয়ায় ঢাকাকেন্দ্রিক আধিপত্য বজায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীকেন্দ্রিক কিছু প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতি অবিচার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্যমূলক নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে দুই দিনের আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গঠনের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সবচেয়ে বেশি মৃত্যু বিএনপির, কম জামায়াতের—আ. লীগের কত
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুর-রাজশাহী ম্যাচ 
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান ও জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে আজহারীর বার্তা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!