জাবিতে উন্নয়ন প্রকল্পের তদারকির জন্য টেকনিক্যাল কমিটি পুনর্গঠন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানকে সভাপতি করে ১৯ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্যটি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজের গুণগত মান তদারকি (সাইট ভিজিটসহ রড বাঁধাই ও ঢালাইয়ের কাজ তদারকি), সময়মতো কাজ সম্পাদন করা, কাজের বিল প্রদান ইত্যাদি বিষয় তদারকির জন্য টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মাহবুব কবির, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক মো. শামসুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দীন, দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী প্রকৌশলী জনাব মো. আশরাফুল ইসলাম, কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মো. মোসানুল কবির, উপ-পরিচালক (শারীরিক শিক্ষা অফিস) জনাব মো. আজমল আমীন, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন অফিস) প্রকৌশলী ফাহমিদা মাছউদ।