ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মো. আলা নূর জান হোসেন (রিজু) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।

আটককৃত রিজু একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০১৬-১৭ সেশনের (৪৬ তম ব্যাচ) শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

ছাত্রদলের দাবি, জুলাই আন্দোলনের সময় রিজু শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অন্যান্য কর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল।

জাবি শাখা ছাত্রদলের সদস্য আব্দুল গাফফার জিসান বলেন, ছাত্রলীগের এই কর্মী প্রায়ই ক্যাম্পাসে আসে। ছাত্রলীগ যেহেতু বর্তমানে নিষিদ্ধ সংগঠন তাই রিজুকে আমি অনেকবার সতর্ক করেছি। আজও তাকে ডেইরি গেটে দেখতে পেয়ে সতর্ক করতে গেলে সে আমাকে লাথি মারে ও খামচি দেয়। তখন পাশে থাকা আমার বন্ধু ও ছাত্রদলের অন্যান্য কর্মীরা তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে প্রক্টরের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, একদল শিক্ষার্থীর সঙ্গে বাদানুবাদরত অবস্থায় তাকে পাই এবং তাকে আমাদের হেফাজতে নেই। তার নিরাপত্তার জন্য পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence