ভালো ফল, ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে বৃত্তি পেলেন ঢাবির ৫০ শিক্ষার্থী

০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
বৃত্তি দিচ্ছেন উপাচার্য

বৃত্তি দিচ্ছেন উপাচার্য © টিডিসি ছবি

সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি এবং লেখাপড়ায় সন্তোষজনক ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০জন মেধাবী শিক্ষার্থী ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রবাস জীবনে অনেক ব্যস্ততা ও সীমাবদ্ধতার মধ্যেও যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইবৃন্দ এই প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা ও মমতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই বৃত্তিপ্রদান কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অ্যালামনাইদের সেতুবন্ধন সৃষ্টিতেও এধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল- ধ্রুব রায়, মো. জাকারিয়া, কর্ণ জ্যোতি ত্রিপুরা, মো. শাহীন আলম, মো. সেলিম পারভেজ, সুমাইয়া ইসলাম সাদিয়া, পলি রানী চক্রবর্তী, মো. পারভেজ মোশারফ, মো. রাকিবুল হাসান মুন্না, তাসমিয়া তাহলিল, মোছা. সানজিদা ইয়াসমিন, নুসরাত জাহান কেয়া, মোসা. স্বপ্না খাতুন, মো. আবির হোসেন, সোমরাজ সাহা কৌশিক, শহীদুল ইসলাম, মোছা. নুরনাহার খাতুন, রাউঙি ম্রো, মিজান মুন্সী, খাদিজাতুল কোবরা নিহা, মাধবী রায়, সাদিয়া আক্তার সেফা, মো. ইমরান শরিফ, সামিয়া আক্তার, সাথী আক্তার , মো. তুহিন মিয়া, সাবরিনা জান্নাত, মো. জোবাইদ ইসলাম, মোছা. সানজিদা খাতুন, সিফাত বিন ওসমান, মো. অমিত ইসলাম অভি, মুসফিকুর রহমান, মো. মাহমুদুল হাসান, তাহিয়া রহমান রিমি, নিশাতা জাহান নির্জনা, তাসমিয়া ইসলাম বন্যা, মো. আলামিন হক, মো. শাহাদাত হোসেন রিয়াদ, মোছা. জেসমিন আক্তার, নিকিতা সাহা, সামিয়া আক্তার বাধন, শিমুল চন্দ্র রায়, নুসরাত জাহান, নন্দিনী দাস প্রাচী, অর্পিতা শ্রী দাস, নওশীন সাইয়ারা, নোশিন আনজুম, মো. আশরাফুল আলম, জারীন তাসনীম সাদিয়া এবং যোবায়দা মেহেরীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’-এর ট্রাস্টি ও কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল এফ মেসবাহ উদ্দিন ইকো স্বাগত বক্তব্য দেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

ট্যাগ: ঢাবি
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ, অনুষ্ঠিত হবে দুই শহরে
  • ১৩ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার সময়সূচি, আসনসহ খুঁটিনাটি জেনে নিন
  • ১৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে হামলা ও খাবার লুট
  • ১৩ জানুয়ারি ২০২৬
ছাত্রত্ব শেষ হওয়া তিন নেতাকে নিয়ে ইবি ছাত্রশিবিরের কমিটি
  • ১৩ জানুয়ারি ২০২৬
ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন
  • ১৩ জানুয়ারি ২০২৬
ভারতে বাংলাদেশ দলের জন্য বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: আই…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9