দুই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিল ঢাবি, জানাল উদ্যোগের কথা

চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ  © সংগৃহীত

সম্প্রতি দুই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীনের কুনমিংয়ে। অপরটি নাইজেরিয়ার লরিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন ও পারষ্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের কথা জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ওই দুটি আন্তর্জাতিক আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও একটিতে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নিয়েছেন। 

জানা গেছে, রবিবার (১৫ ডিসেম্বর) চীনের কুনমিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশিয়ানোগ্রাফি (এফআইও)-এর মধ্যে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং এফআইও-এর উপ-মহাপরিচালক অধ্যাপক ফাংলি চিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। 

এতে ভৌত, রাসায়নিক এবং জৈবিক সমুদ্রবিদ্যা, মহাসাগর মডেলিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মহাসাগরের পূর্বাভাস বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমসাময়িক সমুদ্রবিজ্ঞানের চ্যালেঞ্জ মোকাবেলায় সামুদ্রিক জৈবপ্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বলেন, 'গবেষক ও নীতিনির্ধারকদের এই উদীয়মান ক্ষেত্রটিকে অগ্রাধিকার দিতে হবে এবং সমুদ্রবিজ্ঞান ও প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা অন্বেষণ করতে হবে।'

এর আগে ২৪ নভেম্বর নাইজেরিয়ার লরিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডি-৮ ভুক্ত দেশগুলোর ২৬ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘নেটওয়ার্ক অব পাইওনিয়ারস ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন’ (ডি-৮ এনপিআরআই) শীর্ষক তৃতীয় সম্মেলনে বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence