ঢাবিতে বিজয়ের উচ্ছাস পথনাট্যোৎসব অনুষ্ঠিত

পথনাট্যোৎসব
পথনাট্যোৎসব  © সংগৃহীত

‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বিজয় দিবসে আয়োজিত হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন মহড়ার উদ্যোগে ‘৭১-২৪ বিজয়ের উচ্ছাস পথনাট্যোৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা (ডাস) চত্বরে সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে পথ নাটকের পাশাপাশি আবৃত্তি ও নাচের আয়োজনও ছিলো।

উৎসবে ৩ টি নাটক প্রদর্শিত হয়। মহড়া ছাড়াও আরো দুটি থিয়েটার গ্রুপ এতে অংশগ্রহণ করে। আবৃত্তি ও নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাপ্নিক থিয়েটারের নাটক ‘গারদের বন্দী’ প্রদর্শিত হয়। জুলাই বিপ্লব চলাকালীন জেলে আটকে থেকে কিছু বিপ্লবীর গল্প ছিলো এই নাটকের মূল বিষয়বস্তু। 

উপান্তিক থিয়েটারের ‘এই মিছিলে হও শামিল’ নাটকে  রূপকভাবে তুলে ধরা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চলতে থাকা জুলুমের চিত্র। জুলুমের শৃঙ্খল ভেঙ্গে মুক্তির মধ্যে দিয়ে নাটক শেষ হয়। সর্বশেষ নাটক ছিলো আয়োজন সংগঠন মহড়ার ‘বিজয় থেকে মুক্তি’। এই নাটকে ১৯৭১ থেকে ২০২৪ এর বিপ্লব, সংগ্রাম ও মুক্তির গল্প উঠে আসে।

ডাস চত্বরে প্রায় ২০০০-এর বেশি দর্শক এই পথনাট্যোৎসব উপভোগ করেন। দর্শকদের ভূয়সী প্রশংসায় শেষ হয় এই আয়োজন। মহড়ার প্রতিষ্ঠাতাকালীন সদস্যদের মধ্যে সাংবাদিক ও থিয়েটার কর্মী শরীফ নাসরুল্লাহ, অভিনেতা ও নির্মাতা আবু বকর ওয়াসিফ, থিয়েটার কর্মী ও নির্দেশক সালমান নূর, চলচ্চিত্র নির্মাতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল আমিন রাকিব তনয় এবং সাংবাদিক মামুন তুষার উপস্থিত ছিলেন। তারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন এবং সামনে মহড়া এমন আয়োজন আরো করবে বলে আশাব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence