ঢাবি শিক্ষক সমিতিকে ব্যান্ড পার্টির সাথে তুলনা করলেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ  © সংগৃহীত

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ: আমাদের বিজয় পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কঠোর সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।  

বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে সোমবার দুপুরে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব, বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।  

সভায় বক্তৃতাকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এখন একটি অথর্ব ব্যান্ড পার্টি ছাড়া কিছুই নয়। তারা মৌলিক কাজ বাদ দিয়ে বিভিন্ন ইস্যুতে ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ায়। শিক্ষক সমিতি শুধু কলম নয়, আমাদের মগজ ও চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তিনি আরও বলেন, এমনকি জার্মানির নাৎসি বাহিনীর সদস্যরাও এতটা জঘন্য ছিল না, যতটা আওয়ামী ফ্যাসিবাদ শিক্ষকদের মস্তিষ্ক বিকৃত করেছে।  

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে আমরা অতীতের সাফল্য ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। 

বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ