প্রশ্নপত্র ফাঁস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত

০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের (স্নাতক) ফাইনাল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার চতুর্থ বর্ষের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিত করেছেন।    

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বরাবর একটি উড়োচিঠি আসে। চিঠিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ৪১৯ (কমপ্রিহেনসিভ কোর্সের) প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি আজকের পরীক্ষার প্রশ্নও দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, একজন শিক্ষক তার অনুগত শিক্ষার্থীকে সুবিধা দেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করছেন।

পরে আজ (৫ ডিসেম্বর) পরীক্ষার প্রশ্নপত্র ও ফাঁস হওয়া প্রশ্নের মিল থাকায় উপাচার্যের উপস্থিতিতে পরীক্ষা কমিটির সুপারিশে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রওশন আক্তার বলেন, 'পরীক্ষা কমিটি সুপারিশ করেছে পরীক্ষা স্থগিত করার জন্য৷ আমরা জরুরি অ্যাকাডেমিক কমিটি করে পরীক্ষাটি স্থগিত করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিবেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, 'প্রশ্ন ফাঁসের অভিযোগে চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষেরএকটি কোর্সের (৪১৯) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফাঁস হওয়া প্রশ্ন ও পরীক্ষার প্রশ্নে মিল পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলছে।'

চবি উপ উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, 'এ ঘটনার প্রেক্ষিতে আমরা বিকাল ৫ টায় জরুরি সিন্ডিকেট ডেকেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আলী আজগরের সাথে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।

এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬