ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিকশাচালককে আদালতে পাঠিয়েছে পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিকশাচালককে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে যানজট নিরসনে কাজ করার সময় টিএসসিতে ঢাবি আরবি বিভাগের শিক্ষার্থী মো. খালিদ হাসানকে মারধরের অভিযোগ ওঠে এক রিকশাচালকের বিরুদ্ধে। রাতেই সে রিকশাচালককে শনাক্ত করে শাহবাগ থানায় দিয়ে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন।
আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, বুয়েট-মেডিকেলসহ অন্যগুলোর কবে?
এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা রাতেই সে রিকশাচালককে পুলিশের কাছে দিয়ে এসেছি। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আশা করি না।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকাটি অনেক বেশি জনবহুল, সেজন্য রিকশাও বেশি থাকে। ছুটিরদিনগুলোতে এ ঝামেলা হয় আরও বেশি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে যাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছি তাদের দ্রুতই ভেস্ট আর আইডি কার্ড প্রদান করবো, যেন তাদের শনাক্ত করা যায়। একইসাথে তাদেরও ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে যেন সবদিক খেয়াল করতে পারে।