ঢাবির কারস্-এ পরিচালক নিয়োগের সার্চ কমিটি গঠন

০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) এ বিশেষায়িত উপায়ে ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালক নিয়োগের লক্ষ্যে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জিন্নাতুন নেসা তাহমিদা বেগম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আদনান কিবার। এই সার্চ কমিটি জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কারস্-এর পরিচালক নিয়োগের জন্য একজনের নাম সুপারিশ করবে।

আরও পড়ুন: ইসরায়েলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটির মাধ্যমে উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে বিশেষায়িত উপায়ে ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগের জন্য ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিন জন স্বনামধন্য অধ্যাপকের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধন, গবেষণার প্রতি শিক্ষকদের আগ্রহী করে তোলা এবং এ ব্যাপারে উৎসাহ প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে সার্চ কমিটি গঠনের মাধ্যমে অন্যান্য গবেষণা কেন্দ্রেও পরিচালক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬