শেখ হাসিনার জন্মদিনে জাবিতে ‘জুতা নিক্ষেপ’ প্রতিযোগিতা

জুতা নিক্ষেপ কর্মসূচি
জুতা নিক্ষেপ কর্মসূচি  © টিডিসি ফটো

স্বৈরাচারী শেখ হাসিনার ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার কুশপুত্তলিকায় জুতানিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন  করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ছবি চত্বরে ‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’-এর ব্যানারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে একটি করে ঠান্ডা পানিও ‘মোজো’ দেওয়া হয়।

এসময় ছেলেরা তিনটি জুতা নিক্ষেপের মধ্যে দুটি হেড শট করতে পারলে একটি করে মোজো এবং মেয়েরা তিনটির মধ্যে দুটি ঢিল কুশপুত্তলিকার দেহে লাগাতে পারলে একটি করে মোজো পুরস্কার হিসেবে দেওয়া হয়।

‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’-এর অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন,  আমরা জেন-জি প্রজন্ম পলাতক স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে’, ‘এক দুই তিন চার হাসিনাকে জুতা মার’ স্লোগানে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে তার জন্মদিন পালন করছি । আজকের এই কর্মসূচি থেকে দেশবাসীকে একটি বার্তা জানিয়ে দিতে চাই, হাসিনার মতো কোনো স্বৈরাচারের আবির্ভাব হলে সেই সরকারকেও এভাবে জুতা নিক্ষেপ করে দেশ থেকে বিতাড়িত করা হবে ।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মো. সিফাতুল্লাহ বলেন, বিগত প্রায় ১৬ বছরে খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে। তিনি যেভাবে এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চাপিয়ে দিয়েছিল তা ছিল মানবতাবিরোধী অপরাধ।বাংলাদেশের মানুষ গণহত্যার দায়ে তাকে  এবং আওয়ামী লীগকে ঘৃণা ভরে স্মরণ করবে। এজন্য তার প্রতি ঘৃণা থেকে এ ভিন্নধর্মী আয়োজন করেছি।

উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থীদেরকে শেখ হাসিনার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence