চবি শিক্ষার্থীদের হল থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ কর্তৃপক্ষের
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হলে আসন বরাদ্দ দেওয়ার আগে বর্তমানে অবস্থানরত শিক্ষার্থীদের জিনিসপত্র সরিয়ে নেওয়া নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চারদিনের মধ্যে এসব জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নূর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
যেসব ছাত্রী বৈধভাবে বরাদ্দকৃত আসনে রয়েছেন, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আবাসিক ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হল বা হোস্টেলে তাদের স্ব স্ব নামে বরাদ্দকৃত কক্ষ থেকে বা সর্বশেষ অবস্থানকৃত কক্ষ থেকে তাদের নিজেদের সমুদয় জিনিসপত্র শর্ত সাপেক্ষে ২৬ হতে ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন (শুক্রবার ও শনিবারসহ) সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত নিয়ে যেতে পারবেন।
আরো পড়ুন: সিজিআই অনুষ্ঠানে ড. ইউনূসের পাশের তরুণের বিষয়ে যা জানা গেল
শর্তে বলা হয়েছে, জিনিসপত্র নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড এবং আসন বরাদ্দপত্র বা আসন বরাদ্দপত্র হল বা হোস্টেল প্রশাসনকে দেখাতে হবে। নিজের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া জিনিসের তালিকা হল বা হোস্টেল প্রশাসনকে জমা দিতে হবে।
উল্লেখ্য, উল্লেখিত তারিখের মধ্যে কোনো ছাত্র-ছাত্রী তার জিনিসপত্র নিতে ব্যর্থ হলে এবং এর পরিপ্রেক্ষিতে কারো কিছু হারিয়ে গেলে কিংবা কোনোরূপ ক্ষতি হলে হল বা হোস্টেল কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। কোনো প্রতিনিধির কাছে কারো জিনিস হস্তান্তর করা হবে না।