ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (জুলাই-ডিসেম্বর সেশন) পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে। গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্র আহ্বান করে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (https://du.ac.bd) আবেদন ফরম ডাউনলোড করে প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগের বা ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তাঁর অধীনে পিএইচডি ভর্তিতে আবেদন করতে হবে।  

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং শর্ত

*এমফিল পাস হতে হবে;

*৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি এবং ১ (এক) বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতিত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রীধারীদের আবেদনপত্র সংগ্রহের আগে তাঁদের অর্জিত ডিগ্রীর সমতা নিরূপন করে তারপর ভর্তির আবেদন করতে হবে;

*দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হওয়া যাবে না। এ ক্ষেত্রে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*কলা/সামাজিক বিজ্ঞান/বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে স্বীকৃতমানের জার্নালে প্রার্থীদের ন্যূনতম ২টি গবেষণামূলক প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে। এ ছাড়া অন্তত ১টি গবেষণামূলক প্রকাশনা একক নামে থাকতে হবে;

*শিক্ষাজীবনের সব পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে থাকলে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ-৫-এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে; 

*৩ (তিন) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রীপ্রাপ্তরা পিএইচডি প্রোগ্রামে রেজিস্ট্রেশনে কিছু শর্ত মেনে ভর্তিতে আবেদনের সুযোগ পাবেন;

*চাকরিরত প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের নিকট ন্যূনতম ১ (এক) বছরের ছুটি নিয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে যোগদান করতে হবে;

আবেদন ফি

ভর্তি ফর্মের ফি বাবদ জনতা ব্যাংকে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শাখায়) ১০০০ (এক হাজার) টাকা জমা দিতে হবে। 

দরকারি কাগজপত্র

*আবেদনপত্রের সঙ্গে ভর্তি ফরমের ফি বাবদ জমাকৃত ১০০০ (এক হাজার) টাকা জমার রশিদের মূলকপি;

*সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি;

*সদ্য তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে সত্যায়ন করে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের অফিসে জমা দিতে হবে;

*গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে; 

*বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণ করার পর ভর্তিতে আবেদন করতে হবে;

আবেদন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। আবেদনপত্র স্পষ্ট করে লিখে বা টাইপ করে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তাঁর অধীনে পিএইচডি ভর্তিতে আবেদন করতে হবে।

ভর্তি প্রক্রিয়া

প্রার্থী যথাযথভাবে পূরণের পর আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে জমা দিতে হবে। তারপর ভর্তির ওই আবেদন সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক, বিভাগের/ইনস্টিটিউটের একাডেমিক কমিটি, পিএইচডি উপ-কমিটি ও অনুষদ সভা এবং বোর্ড অব এ্যাডভান্সড স্টাডিজ' সুপারিশ করলে একাডেমিক পরিষদ পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীরা ২০২৪-২৫ (জুলাই-ডিসেম্বর) সেশনের জন্য আগামী জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

পিএইচডি ভর্তির আবেদন, ভর্তিবিষয়ক বিভিন্ন তথ্য জানতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ৩২৩/৩৩৮ নম্বর কক্ষে যোগাযোগ করতে পারবেন। 

পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করতে পারবেন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9