বিদেশে সাইফুজ্জামানের ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ

১৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ AM
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ © সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। জব্দাদেশের আওতায় রয়েছে বিভিন্ন দেশে থাকা তার ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ারও অবরুদ্ধ করার নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মশিউর রহমান আদালতে এসব সম্পদ জব্দ ও অর্থ অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বিদেশে থাকা জাবেদের ২৯৭টি বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে ৪টি, ভারতে ৯টি এবং ফিলিপাইনে ২টি বাড়ি রয়েছে। এছাড়া বিভিন্ন দেশে তার নামে ৩০টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার এক কোটি ডলার অবরুদ্ধ করার আদেশও আদালত দিয়েছেন বলে জানান তানজীর আহমেদ।

আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপর আর তাকে পরবর্তী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের আগমুহূর্তে জাবেদ স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে চলে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা দায়ের করে।

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি
  • ১৮ জানুয়ারি ২০২৬
৪৭ আসন ভাগ হবে কীভাবে জানালেন ১০ দলীয় জোটের নেতারা
  • ১৮ জানুয়ারি ২০২৬
চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ …
  • ১৮ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9