হলে ওঠার ১০ম দিনেই ‘কালরাত’ নেমে এসেছিল ঢাবি ছাত্র সেলিমের জীবনে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে তুচ্ছ কারণে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হতেন সাধারণ শিক্ষার্থীরা। ভিন্নমত হলে নির্যাতনের মাত্রা আরো বেশি হতো বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ঘটনা সামনে আসছে। গত ১৬ বছরে ছাত্রলীগের বিভিন্ন নির্যাতনের কথা গণমাধ্যমেও উঠে এসেছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা তাদের ওপর নির্যাতনের বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন।
তেমনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী সেলিম বাহাদুর। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের শত নির্যাতনের ঘটনার মধ্য হতে এক ভুক্তভোগীর জবানবন্দি’ শিরোনামে এ নির্যাতনের কথা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ নির্যাতনের কথা বর্ণনা করেন।
সেলিম বাহাদুর লেখেন, আমার জীবনে পাওয়া ছাত্রলীগের পরিচিতি! আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন পরিবারের অমতেই ভর্তি হই। পরিবারের চাওয়া ছিল বাড়ি যেহেতু চট্টগ্রাম, সেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই যেন আমি ভর্তি হই। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির শুরুতেই আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এ পড়ব। তাই পরিবারের অমতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ভর্তির ক্ষেত্রেও এক জটিলতা ও স্বপ্ন বিভ্রাটের ঘটনা আছে। সেটা হলো- আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে স্বপ্নের বিষয়ে ভর্তি হতে না পারা। তবুও লোক প্রশাসনেই অগত্যা ভর্তি হয়ে গেলাম।
যে ঘটনার কথা আজ লিখতে যাচ্ছি- সে ঘটনা কেউ আমাকে মৃত্যুর মুহূর্তেও যদি জিজ্ঞেস করে, ক্লিয়ার বলতে পারব। আমার হলের লাইফ ছিল মাত্র ১০ দিন। বঙ্গবন্ধু হল লাইফের দশম দিনের ঘটনা ১৩ ফেব্রুয়ারি ২০১০। সেদিন বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস অ্যাটেন্ড করা, যা সবার জীবনে আনন্দঘন মুহূর্ত হয়ে থাকে- আমারও তেমনই ছিল। কিন্তু সেই রাতটাই আমার জীবনে আসল এক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ হয়ে।
ঘটনার সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, যে ঘটনার কথা আজ লিখতে যাচ্ছি- সে ঘটনা কেউ আমাকে মৃত্যুর মুহূর্তেও যদি জিজ্ঞেস করে, ক্লিয়ার বলতে পারব। আমার হলের লাইফ ছিল মাত্র ১০ দিন। বঙ্গবন্ধু হল লাইফের দশম দিনের ঘটনা ১৩ ফেব্রুয়ারি ২০১০। সেদিন বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস অ্যাটেন্ড করা, যা সবার জীবনে আনন্দঘন মুহূর্ত হয়ে থাকে- আমারও তেমনই ছিল। কিন্তু সেই রাতটাই আমার জীবনে আসল এক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ হয়ে।
রাত ৯টায় হলের ক্যান্টিনে খাচ্ছিলাম। আমার টেবিলের উল্টো পাশে এসে বসল আমার ইমিডিয়েট সিনিয়র নামক তিনজন। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ (০৮-০৯ সেশন, ভোলা), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. ইলিয়াছ (০৮-০৯, বাড়ি জামালপুর), যিনি বর্তমানে ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার এবং মো. রুম্মান (০৮-০৯ সেশন, বরিশাল)। এ তিনজন আমার সামনের টেবিলে বসে আমার সাথে কি খাচ্ছি এসব বিষয়ে টিটকারি মারল, কিন্তু আমি কিছুই বুঝিনি।
নির্যাতন শুরুর বিষয়ে তিনি বলেন, রাত সাড়ে ১১টায় আমার ডাক আসল ইমিডিয়েট সিনিয়রদের রুমে (১০৩, বঙ্গবন্ধু হল), আমি গেলাম। আমার একজন ইয়ারমেটকে দিয়ে আমার রুম (৫১৩/ক, যা গণরুম হিসেবে পরিচিত) থেকে আমার ব্যাগ নিয়ে আসা হলো। আমার সব কিছুই চেক করল (মোবাইলসহ)। কিছুই না পেয়ে আমার মোবাইল কেড়ে নিয়ে আমার বাবাকে কল করে ভয় দেখাল। কি কথা হলো আমি কিছুই শুনিনি।
ছাত্রলীগের তৎকালীন নেতাদের মারধরের বিষয়ে বলেন, আমাকে জিজ্ঞাসাবাদ চলাকালীন একদফা মার দিল ইয়াজ আল রিয়াদ ও ইলিয়াস। বাইরে বলে দিল একটা শিবির পাইছে। তারপর কয়েকজন নেতা হাসান (ঠাকুরগাঁও, মেঘনা ব্যাংকে কর্মরত) এবং সবচেয়ে বেশি নির্যাতনকারী মো. সাইদুল ইসলাম (০৭-০৮ সেশন, লোক প্রশাসন) যিনি বর্তমানে ইসলামি ব্যাংকের বাগেরহাটের মোড়েল গঞ্জ শাখায় কর্মরত, রুমে আসলেন। শিবির মারার মজা নিতে নাকি সে রুমে আসছে এবং সেই সবচেয়ে বেশি অনেকটা মদ খেয়ে নির্যাতনের মতো করে মারধর করল।
নির্যাতনের বিষয়ে আল্লাহ ডাকায় তারা আরো ক্ষেপে যায় উল্লেখ করে তিনি বলেন, তারা আমার ওপর শুরু করলো এক অসম্ভব অত্যাচার। স্টাম্প, লাঠি, স্টিলের পাইপ, মশারির স্ট্যান্ডসহ দেশীয় অস্ত্র দিয়ে এক অমানবিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে আমি আল্লাহ, আল্লাহ বলে চিৎকার দিচ্ছিলাম। সেই আল্লাহ আল্লাহ ডাক শুনে তারা ক্ষেপে গিয়ে বলতে লাগল, এই শালা ১০০ শতাংশ শিবির। আর নাহলে সবাই আমরা ব্যথা পেলে, কষ্ট পেলে, মা-বাপকে ডাকি, এই ছোকরাটা কেন আল্লাহ আল্লহ বলে ডাকছে। এ কথা শুনে আমি আল্লাহ ডাকা বন্ধ করে দিই। কারণ আল্লাহ ডাকার পর ওখানে উপস্থিতদের মধ্যে চারজন এলোপাতাড়ি নির্যাতন করছিল।
তিনি আরো বলেন, তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর আলো মনে হয় আর কোনোদিন দেখব না। মনে মনে আল্লাহর কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি এবং মনে মনে অসংখ্যবার কালিমা পড়তে থাকি। হঠাৎ সিনিয়র এক ভাই এসে বলতে শুরু করল, এভাবে মারলে তো মরে যাবে। তখন যারা মারছিল তারা বলল, ‘শালা মরলে লাশ গুম করলে ফেলব।’ তবুও ওই ভাইটা জোর করে আমাকে এক হাতে সাইডে নিয়ে যারা মারছিল, তাদের সাথে করে নিয়ে রুমের বাইরে চলে আসল। ওরা আমাকে হাঁটতে হাটতেও মারছিল। এভাবে আমাকে দুইজন কাঁধে ধরে ধরে ও মারতে মারতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নিয়ে আসল।
সেলিম বাহাদুর বলেন, আমি হাঁটতে পারছিলাম না। তখন তাদের এক জন বলল, শালা ভাগ (পালা)। আর কোনওদিন যেন ক্যাম্পাসে না দেখি। কিন্তু আমি হাঁটতে না পারার কারণে পালাতে পারছিলাম না। তখন আবার মার শুরু করল। পরে জীবন একরকম হাতে নিয়ে শরীরের সব শক্তি এক জায়গায় করে এক দৌঁড় দিলাম। কিছুদূর গিয়ে পেছনে তাকিয়ে দেখি ওরা আর তাড়া করছে না। তখন আমি একটি গাছের আড়ালে অনেকটা নিস্তেজ হয়ে বসে পড়লাম।
আরো পড়ুন: গণঅভ্যুত্থানে নিহত ৮৭৫, সবচেয়ে বেশি শিক্ষার্থী
এক রিকশাচালক হাসপাতালে নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, আর ওঠার সাহস, শক্তি কোনোটাই পাচ্ছিলাম না। হঠাৎ এক রিকশাচালক ডাক দিলে আমার অনুভূতি ফিরে আসে। আমি তাকে হাসপাতালে নিতে বললে তিনি আমাকে ধরে ধরে রিকশায় তোলেন। কিন্তু রক্ত ঝরছিল দেখে আমি তাকে রিকশা থামিয়ে আমার ব্যাগ থেকে ব্যবহারের জন্য ধোয়া গেঞ্জি বের করাইলাম এবং রক্ত বের হওয়ার স্থান, হাত ও পা বেধে দিতে বললাম। পরে তিনি রিকশায় করে হাসপাতালে নিয়ে গেলেন।
তিনি আরো বলেন, এরপর ইনজুরির কারণে পরিপূর্ণ সুস্থ হতে প্রায় একমাস লাগল। সেই এক মাস পরবর্তী আরও একমাস ক্লাসে যেতে পারিনি। দুই মাস পরে ক্লাসে যাওয়া শুরু করলেও কোন দিন আতঙ্ক ছাড়া এক মুহূর্তও ক্যাম্পাসে হাঁটতে বা চলতে পারিনি। এক অজানা আতঙ্ক ও ভয় নিয়ে চলাফেরা করেছি।
সেলিম বাহাদুরের ভাষ্য, আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকায় পড়াশোনা করতে চেয়েছিলাম পরিবারের অমতে। তাই এ ঘটনা বাড়িতে জানাইনি। যদি জানাই, তাহলে আমার বিশ্ববিদ্যালয় জীবনের সমাপ্তি ঘটত। আর পড়াশোনা হতো না। মা-বাবা অস্থির হতো, কারণ আমি ছিলাম তাদের বড় সন্তান। তাদের এমনকি আমি আমার এলাকার এগিয়ে যাওয়ায় প্রথম স্বপ্ন সিঁড়ি।
একজন শিক্ষকের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, এখন একজন ব্যক্তির কথা সংক্ষেপে বলে রাখি, তিনি হলেন ইসমাইল স্যার, (নবনিযুক্ত ভিসি, নোবিপ্রবি)। উনি আমাকে সুস্থ হওয়ার পর মনোবল শক্ত করার ক্ষেত্রে মোটিভেশন দিয়েছিলেন।
তিনি আরো বলেন, পরিশেষে এটুকু বলি, আমার ব্যক্তিগত ক্ষোভটা তাদের ওপর, যাদের কারণে আমার জীবনে কোন হল লাইফ নেই। সম্পূর্ণ ক্যাম্পাস লাইফ আমি বাইরে থাকার কারণে প্রতিমাসে তখনকার ৩ হাজার টাকা অতিরিক্ত খরচ হতো, যা যোগানোর জন্য আমার পরিবারে কোন দিন মাছ মাংস কেনা হতো না। আব্বা মাদ্রাসায় ( এতিমখানা) চাকরির পাশাপাশি টিউশনি করতেন।
পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকে টর্চারের শুরুতে কল দেয়ার কারণে আমার আব্বার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। পরের দিন বিকেল পর্যন্ত আমার সাথে কোন যোগাযোগ হয়নি। পরে যখন যোগাযোগ হয় ঢাকার পড়াশোনা যাতে বন্ধ না করে দেয় আব্বা এই জন্য আমার শারীরিক অবস্থা গোপন করে আব্বাকে মিথ্যে বলি যে আমার কিচ্ছু হয়নি। শুধু মোবাইলে চার্জ না থাকায় যোগাযোগ করতে পারিনি। তাকে বলি, ছাত্রলীগ আমাকে কিছু করেনি। আসলে আব্বা নাকি ঘুমাইতে পারেনি, অনেকটা স্ট্রোকের মত অবস্থা হয়েছিল; যা আমি গত ২ আগস্ট এসে ছোট বোনের কাছ থেকে জানতে পারি।
পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সব সময় এড়িয়ে যেতাম বা কথা ঘুরিয়ে দিতাম।। এসব বাস্তবতা আসলে ভুক্তভোগী ছাড়া বাকিরা অনুধাবন করবে না। আল্লাহর গজবের প্রত্যাশা এবং অপরাধীদের আইনিভাবে শাস্তি নিশ্চিত হলেই কেবল কষ্ট না মুছলেও আমার ও আমার মৃত মায়ের আত্মা কিছুটা প্রশান্তি পাবে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. রুম্মান হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এরকম কোনো ঘটনা আমার মনে নেই। আর আমি ছাত্রলীগ করলেও গ্রুপিংয়ের কারণে ছাত্রলীগের হাতে বেশি নির্যাতিত হয়েছি।
আরেক অভিযুক্ত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদের ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।