ঢাবির ২ শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা

মুক্ত শিক্ষার্থী
মুক্ত শিক্ষার্থী  © টিডিসি ফটো

শাহবাগ থানা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে মুক্ত করে এনেছেন শিক্ষকরা। বুধবার (১৭ জুলাই) দুপুরে নিপীড়ন বিরোধী  শিক্ষক সমাবেশের ব্যানারে প্রায় অর্ধশতাধিক শিক্ষক অপরাজেয় বাংলা থেকে প্রথমে শাহবাগ থানায় আসেন। পরে থানার ভিতরে প্রবেশ করতে চাইলে কর্মরত পুলিশ সদস্যরা তাদের বাধা প্রদান করেন। 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল নজরুল বলেন, এই থানা ওসির না, এটা বাংলাদেশের সাধারণ মানুষদের। আমরা বাংলাদেশের মানুষ, আমরা থানায় ঢুকতে পারব না কেন? অপর আরেকজন শিক্ষককে বলতে শোনা যায়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনাদের সাথে কথা বলতে এসেছি। থানার বাহিরে দাঁড়িয়ে কোনো কথা বলব না। 

পরে পুলিশ সদস্যদের সাথে কথা বলে শিক্ষকদের একটি দল থানার ভিতরে প্রবেশ করে। এসময়  শিক্ষকরা থানায় আটক থাকা ২ জন শিক্ষার্থীকে মুক্ত করে আনেন। এসময় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুনসহ অন্য শিক্ষকদের উপস্থিত দেখা যায়। 

আটক একজন শিক্ষার্থী জানান, আমাকে গতকাল দুপুরে আটক করার পর কারও সাথে যোগাযোগ করতে  দেয়া হয়নি। তারা আমাকে রাত ২টা পর্যন্ত রমনা থানায় রাখে। পরে আমাকে ডিএমসিতে নিয়ে যায়, সেখানেও কারও সাথে কথা বলার কোন সুযোগ দেয়নি। সেখান থেকে আমি সুযোগ করে একজন ডাক্তারকে একটি কাগজে আমার পরিবারের একটি নাম্বার লিখে দেই। সেখান থেকে আমি এখন মুক্ত হতে পেরেছি। আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। তবে ২ শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
  
এর আগে দুপুরে বৈষম্যমূলক কোটাব্যবস্থার সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন শিক্ষকরা।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence