ঢাবির সূর্য সেন হলে ছাত্রলীগের রুমগুলোতে তছনছ

বিভিন্ন কক্ষে ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা
বিভিন্ন কক্ষে ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে বের করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। হলকে রাজনীতিমুক্ত রেখে প্রশাসনিক ভাবে হল পরিচালনার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন। এসময় বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের ৩৪৪ নম্বর রুমও ভাঙচুর করে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল পৌনে ৯টা নাগাদ সরেজমিনে দেখা যায়, সূর্য সেন হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও হলে মধ্যে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজন  বের হয়ে যেতে দেখা যায়। 

এসময় শিক্ষার্থীদের 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধাসহ নানা স্লোগান দিতে দেখা গেছে। হলটির ২ ভবনের মধ্যবর্তী স্থানে অবস্থান করে তারা আন্দোলন করছে।

আরও পড়ুন: গভীর রাতে ঢাবির ৫ হল রাজনীতিমুক্ত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এদের জ্বালা সহ্য করতে করতে অতিষ্ঠ।  আমরা আর নিতে পারছি না। কাল আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজ আমরা মরবো না তার কী নিশ্চয়তা কী?


সর্বশেষ সংবাদ