ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

১৫ জুলাই ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল সংলগ্ন হল পাড়ায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণামধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচির আহ্বান করা হয়েছে। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

জানা যায়, রাজু ভাস্কর্যের থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন।

এদিন কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগসহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন। কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলনের চেষ্টা চলছে।

 
শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিতে প্রেসি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে সাবেক তিন সচিব ও সেনা ক…
  • ০৮ জানুয়ারি ২০২৬
নতুন প্রজন্মের মাদক আধুনিক ‘কুশ’ ল্যাবের সন্ধান
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিসিবির স্পষ্ট বার্তায় প্রশ্ন তুললেন তামিম ইকবাল
  • ০৮ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে…
  • ০৮ জানুয়ারি ২০২৬
একই জুলাই, নায়ক কখনো নাহিদ, কখনো তারেক, সাদিক-শফিকুর: মীর স…
  • ০৮ জানুয়ারি ২০২৬