ভারমুক্ত হলেন জাবির প্রক্টর অধ্যাপক আলমগীর

জাবি প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর
জাবি প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর। দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি।

রোববার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতদিন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক আলমগীর কবীর।

অফিস আদেশে বলা হয়েছে, গত ৪ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে দুই বছরের জন্য এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ করা হলো। 

আরো পড়ুন: ভবিষ্যৎ প্রজন্মের হয়ে সব আমাদের নিঃস্বার্থভাবে করতে হবে

প্রথম যোগদানের তারিখ ১৮ মার্চ অপরাহ্ন হতে এ নিয়োগ কার্যকর হবে। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে এতে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ