কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে ঢাবি শিক্ষার্থীরা

১১ জুলাই ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
কোটা সংস্কারের দাবি

কোটা সংস্কারের দাবি © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগসহ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শাহবাগ মোড় ব্লকেডের জন্য ঢাবি শিক্ষার্থীরা যাত্রা শুরু করেন। 

তবে এ কর্মসূচিকে ঘিরে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়ন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরেজিমনে দেখা গেছে, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন দুপুরের পর থেকেই রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আনাগোনা বাড়ছে। এর মধ্যে শাহবাগ মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের ছোঁড়া গুলি ও টিয়ার শেলে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ একাধিক গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে হামলার ঘটনা ঘটে।

দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্রে করে ক্যাম্পাসটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ-শিক্ষার্থী দুপক্ষ ক্যাম্পাসটিতে মুখোমুখি অবস্থানে রয়েছেন। থেমে থেমে পুলিশের দিকে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুঁড়ছে। পুলিশিও শিক্ষার্থীদের দিকে পাল্টা গুলি ও রাবার বুলেট ছোঁড়া অব্যাহত রেখেছে।

কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বিশ্বরোড অবরোধ করতে যাচ্ছিলেন। এদিকে আগে থেকে পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন। এতে দুপক্ষের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

 
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬