মুক্তিযোদ্ধা কোটার পক্ষে পবিত্র কোরআন থেকে ঢাবি অধ্যাপকের ‘দলিল’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০১:১১ PM , আপডেট: ২৭ জুন ২০২৪, ০১:২০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশনে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে পবিত্র কোরআন থেকে 'দলিল' তুলে ধরেছেন ঢাবি অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।
সিনেট অধিবেশনে এই অধ্যাপক তার বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের সুরা আনফালে পরিষ্কারভাবে বলা আছে, ‘যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০ ভাগ অর্থাৎ ৪ ভাগের নিয়ন্ত্রণ পাবে। আর বাকি একভাগ থাকবে দুঃস্থ এতিমদের জন্য।’
অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যে অন্ধকার যুগের সূচনা হয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোনোকিছুই দেওয়া হয়নি অথচ তারা ছিল বিজিত বাহিনী।
ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিনেট অধিবেশনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।