চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৩০ জুন থেকে শুরু হবে। মঙ্গলবার (১১জুন) চবির ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২৩ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি'র ১৩তম সভার ১নং সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ আগামী ৩০ জুন ২০২৪  (রবিবার) নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এবারের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত।  

 

সর্বশেষ সংবাদ