জাতীয় দ্বাদশ ভাষা বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক রাবি শিক্ষার্থী সিফাত
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ PM
গত ৯-১০ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে জাতীয় ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৩২টি দলের ৯৬ জন বিতার্কিকের মধ্যে সেরা বিতার্কিক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সিফাত হোসেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (রুডো) সভাপতির দায়িত্বে আছেন।
এছাড়াও ২০২৩ সালে জাতীয় পর্যায়ে রুডোর হয়ে রাবির প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় চারটি 'টুর্নামেন্ট সেরা ট্রফি' অর্জন করেন তিনি। সেগুলো হলো BRUDA IV 2023, FDF IV 2023, EDC IV 2023(DU), BETS IV 2023 (DU)।
এ প্রতিযোগিতার আয়োজক ছিল ঢাবির অমর একুশে হল ডিবেটিং ক্লাব। এতে স্কুল-কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশব্যাপী ৩২টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
এই বিষয়ে সিফাত হোসেন বলেন, ব্যক্তিগত অর্জন ছাপিয়ে দলগত সাফল্যের মাধ্যমে রাবিকে শ্রেষ্ঠত্ব এনে দেওয়াই আমার লক্ষ্য। যখন বিতর্কের মঞ্চে রাবিকে প্রতিনিধিত্ব করি তখন মনে হয়, এই মতিহারের সবুজ চত্বরের প্রতিটি মানুষ আমার পাশে আছেন। এই দায়িত্বের জায়গাটা একইসাথে ভালোবাসা এবং শ্রদ্ধার। বিতর্ক নামক শিল্পের মাধ্যমে রাবির প্রতিনিধিত্ব করা সত্যিই গৌরবের। রুডো সবসময় রাবির মুকুটে সফলতার পালক যুক্ত করতে বদ্ধপরিকর।