ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ

মো. মুরাদ আহমেদ মৃধা
মো. মুরাদ আহমেদ মৃধা  © টিডিসি ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীর নাম মো. মুরাদ আহমেদ মৃধা। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল এলাকায়। বাবার নাম মো. সাত্তার মৃধা এবং মায়ের নাম মোছা. মিনা বেগম।

অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুরাদের মৃত্যু হয়েছে। আজকে জানতে পারলাম সে গত ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিল। এর আগে তার অসুস্থতার বিষয়ে কেউ বলেনি।

তিনি বলেন, ওদের ব্যাচের শিক্ষার্থীরা আগামীকাল (মঙ্গলবার) ভ্রমণে যাবে। তারা এটার আয়োজন নিয়ে কয়েকদিন ধরে যোগাযোগ করেছে আমার সঙ্গে। কিন্তু তাদের বন্ধু যে অসুস্থ, এটা আমাকে কেউ বলেনি। এ কারণে খুব খারাপ লাগছে।

প্রয়াত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, মুরাদের সঙ্গে ওর বাবা-মা হাসপাতালে ছিলেন। ওনারা মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছেন। আমরা দেখার সুযোগটাও পাইনি। আমাদের কেউ কিছু জানায়নি। খারাপ লাগল বিষয়টা। শিক্ষার্থীরাও হয়তোবা বুঝতে পারেনি যে, মুরাদ এতো গুরুতর অসুস্থ ছিলেন।


সর্বশেষ সংবাদ