চবি মার্কেটিং বিভাগের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত  

০৩ নভেম্বর ২০২৩, ০৫:২৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
অনুষ্ঠানে কেক কাটেন উপাচার্য ড. শিরীণ আখ্তার

অনুষ্ঠানে কেক কাটেন উপাচার্য ড. শিরীণ আখ্তার © টিডিসি ফটো

৩১ বছর পূর্ণ হওয়ার ২য় পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মার্কেটিং বিভাগ। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার। বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো: তৈয়ব চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার বলেন, আমাদের শিক্ষকরা অসম্ভব মেধাবী। এখান থেকে তারা তাদের উন্নত চিন্তা-ভাবনা, জ্ঞান এবং প্রতিভা নিয়ে এগিয়ে যাবেন। তারা অনেক ভালো লেখালেখি করেন। কিন্তু সেগুলো যে জায়গায় গেলে বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা যায় আমাদের সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে। সকল বিভাগ যেন এগিয়ে যায় এটাই আমরা চাই।

এ্যালামনাইদের সম্পর্কে উপাচার্য বলেন, পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ে এ্যালামনাইরা অবদান রেখে যাচ্ছেন। আমরা আশা করি মার্কেটিং বিভাগের এ্যালামনাইরাও বিভাগের উন্নয়ন অবদান রাখবেন। আমরা চাই আপনাদের নিয়ে একটা সেতুবন্ধন তৈরি করতে, যেটা অটুট থাকবে আজীবন। 

আরও পড়ুন: আখতারুজ্জামানের আমল শেষ, শুরু হচ্ছে মাকসুদ কামালের যুগ

চবি মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান রয়েছে। তাদের সকলের আপ্রাণ চেষ্টায় এই বিভাগ আরও এগিয়ে যাবে বলে আশা করি।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ‘মার্কেটিংয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ’ শীর্ষক এ্যালামনাই আলোচনা অনুষ্ঠিত হয়। বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ. আলম, ইকুয়িটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুল হক, ওয়েল গ্রুপের প্রাধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম, আবুল খায়ের গ্রুপের ডিজিএম মো: শাহনেওয়াজ আহমেদ, বিএসআরএম এর জোনাল সেলস হেড মাকছুদ উল আলম এবং বিকাশ এর জেনারেল ম্যানেজার কেএমএন হাদিউজ্জামান। এতে ৩৫০ জন এ্যালামনাই এবং ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬