সেভ ইয়ুথ ঢাবি চ্যাপ্টারের নতুন কমিটি

‘সেভ ইয়ুথ’ এর ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের নতুন কমিটি অনুমোদন
‘সেভ ইয়ুথ’ এর ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের নতুন কমিটি অনুমোদন  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সেভ ইয়ুথ’ এর ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তাহমিনা আক্তার নূপুর কো-প্রেসিডেন্ট এবং মো. মাজহার উদ্দিন ভূঁঞাকে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। 

শুক্রবার (১৩ অক্টোবর) সংগঠনটির ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩-২০২৪ কার্যবর্ষের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন– ‘শি লিডস’ টিম লিড নওশীন আনজুম, ‘ইয়ুথ ডিজএ্যাবিলিটি এন্ড ইনক্লুশন’ টিম লিড মোহাম্মদ সাইফুদ্দিন রাফি, ‘ইয়ুথ ডেমোক্রেসি’ টিম লিড রেজওয়ানা মাসনুন সায়মা, ‘কানেক্টিং ডটস’ টিম লিড রিফতি আল জাবেদ,  ‘ক্যাম্পাস রেসিলিয়েন্স’ টিম লিড নায়মা তারান্নুম, ‘ইভেন্ট এ্যান্ড আউটরিচ’ টিম লিড শাহরিয়া মাহমুদ, ‘ইয়ুথ মাইন্ড’ টিম লিড শাহরিয়ার জামান শাওন, ‘ইয়ুথ অ্যামপ্লয়াবিলিটি’ টিম লিড অর্নব রায় পার্থ,  ‘ইয়ুথ ভয়েস’ টিম লিড মো. আবরার ফাইয়াজ জিহান এবং ‘ইয়ুথ মিডিয়া’ টিম লিড শেখ শাকিল হোসেন। প্রতি টিমেই ৪ জন করে কো-টিম লিডও রয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করে ‘‌সেভ’। স্টুডেন্টস অ্যাগেইনেস্ট ভায়োলেন্স অ্যাভরিহয়্যারের সংক্ষিপ্ত রূপ (এসএভিই) সেভ। শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যের প্রতি সম্মান, গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার এবং নারী-পুরুষ, সক্ষম-অক্ষম নির্বিশেষে সমাজের সবার অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি। পাঁচ বছর ধরে সব ধরনের সংঘাতের বিরুদ্ধে প্রচারণার পাশাপাশি সংগঠনটি শিক্ষার্থীদের সমাজিক নেতৃত্ব, রাজনৈতিক সচেতনতা ও সক্ষমতা উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

২০১৮ সালে যাত্রা করে বর্তমানে প্রায় আড়াই হাজারের বেশি তরুণ শিক্ষার্থী সেভের সঙ্গে যুক্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলামের নেতৃত্বে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এক বা একাধিক তরুণ শিক্ষক মডারেটরের তত্ত্বাবধানে সেভ চ্যাপ্টারগুলো পরিচালিত হচ্ছে। বর্তমানে ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে সংগঠনটি। 


সর্বশেষ সংবাদ